আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। এই বৃষ্টির দেশে কখনও কোথাও আগুন
লেগে যায়। সংসার পোড়ে,সাজানো গেরস্থালী
ছাই হয়। স্নিগ্ধ পাখির ডানায় ঘুণ
ধরে। কাদামাটিতে পন্ড সুখের পৌষালী।
এই বৃষ্টির দেশে কখনও কোথাও খরা
ঘোষিত হয়। ফুটিফাটা জমিন কাঁটাগুল্মে জেগে
ওঠে। ভাঙা জানালায় রোদঝরা
দুপুর রাতদিন। মনন তচনছ তাপের অসহ বেগে।
এই বৃষ্টির দেশে কখনও কোথাও ফুল
ফুটে ওঠে।
মরমী পাখির ডাকে ঘুম ভাঙে জাগ্রত
মানুষের। সুখী দাম্পত্যের কবিতা ভুল
ভাঙায় জোছনা রাতের,আলোকের জোনাকী-ব্রত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।