কলম চালাই ,এইগুলো লেখার পর্যায়ে পরে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে :) ব্লগের বয়স বছরের উপরে দেখালেও নিয়মিত লিখছি ১৭ আগস্ট ২০১২ থেকে :) ফেবুতে আমাদের স্কুলের একটা গ্রুপ বানাইসিলাম গতবছর , সেখানে এক কালজয়ী স্ট্যাটাসের অবতারনা হয়েসিলো , তাহারই কিছু স্ক্রিন শট । উহা আমাদের কচি মনে পুরানো স্মৃতি জাগ্রত করিয়া নষ্ট + লজিক = নস্টালজিক কইরা দিসিলো । সামুতে তো নিজের মত ভাব ধইরা নিক লইসেন ! স্কুলের নিকগুলা তো আর নিজে নেওয়া যাইত না , বন্ধুরা দিত , একরকম অর্জন কইরা লওয়া হিক কইতে পারেন এতক্ষণ তো আমাগো নামগুলা পইড়া ভালাই মজাক নিলেন , এইবার মানে মানে আইসা নিচে ঐ যে দেখা যায় , কমেন্ট বক্সো , ঐখানে আইসা নিজের স্কুলের অর্জিত নিক খানা কহিয়া যান , নাইলে কইলাম সানডে মানডে ক্লুজ কইরা দিমু কইলাম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।