কথা ও কাজে মিল নেই!!! অন্যদের বলে সমাবেশ না করতে, কিন্তু নিজেরা ১মে সমাবেশ ডেকে বসে আছে!! এদের কে পাবনায় পাঠানো হোক। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘দয়া করে ১৫ দিন সব রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখুন। আমরা বেঁচে থাকলে বহু কর্মসূচি পালন করতে পারব। সাভারের ভবনধসের উদ্ধারকাজ শেষ হওয়ার পর আপনারা কর্মসূচি দেবেন।’ আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক লীগের যৌথ সভায় বিরোধী দলসহ সব রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতি এ আহ্বান জানান হানিফ। শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে যৌথ সভায় আগামী পয়লা মে গাজীপুরে বেলা তিনটায় একটি শ্রমিক সমাবেশের কর্মসূচি নেওয়া হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা উপস্থিত থাকবেন বলে সভা থেকে জানানো হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।