আমাদের কথা খুঁজে নিন

   

ll--প্রস্থান--ll

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা। তোমাদের সাথে থেকে আমি অনেক বিরক্ত হয়ে গেছি একটা প্রান্তর দরকার, প্রশস্ত- ছায়াপথের মতো, আমি হেঁটে যেতে চাই, তোমাদের সাথে থেকে আমি অনেক অসহিষ্ণু হয়ে গেছি আমার একটু বাতাস দরকার, বিশুদ্ধ-শীতল, শেষ রাত্রির মতো, আবার একবার বুক ভরে শ্বাস নিতে চাই। তোমাদের সাথে থেকে জীবনটা বড় বেশি একঘেঁয়ে হয়ে গেছে, মরে, পঁচে আছি কবে থেকে, রঙেরা সব উড়ে গেছে জেগে ওঠা দরকার, বিদগ্ধ ফিনিক্সের মতো, ডানা মেলে, উড়ে যাওয়া রঙ গুলো আবার একবার ছুঁতে চাই। তোমাদের ফ্রে্মবদ্ধ, টুকরো আকাশে আমি মেঘ হয়ে আছি, বৃষ্টি হয়ে ঝরে পরা দরকার কোন এক শীতের রাতে, অচিরেই, মেঘ হয়ে থাকতে আর ভালো লাগছে না।

কুয়াশার সাথে মিশে, পাতার উপর জমে থাকা এক ফোঁটা জল হয়ে যেতে চাই। তোমাদের সাথে থেকে আমি একটা পুতুল হয়ে আছি প্রান নেই, তুচ্ছ জড়- অনুভুতিহীন বসে আছি, তোমাদের সস্তা হাসি দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি, আমার আর ভালো লাগছে না। আবার একবার রৌদ্র-হাসির কাছে ফিরে যেতে চাই। আচ্ছা, চলি তাহলে, এখানে থাকতে আর ভালো লাগছে না। রঙ-তুলির আঁচড় শেষেও বর্ণহীন হয়ে আছি, কবে ফিরে আসবো জানিনা।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।