আমাদের কথা খুঁজে নিন

   

" এক জীবনে কতোটা আর নষ্ট হবে, এক মানবী কতোটা আর কষ্ট দেবে। " খোলা চিঠি।

মনে ভেতর দ্বিধা, পা বাড়াতে বাঁধা, শেকল পড়া পায়, কদিন বাঁচা যায় । বেঁচে থাকা যে দায়। দ্বিধা দ্বন্দ্ব ভুল, মনের আগল খোল, রক্ত আবির অঙ্গে মেখে " সূর্যস্নানে চল " প্রিয় পাগলী কেমন আছিস ?? বিরক্ত হচ্ছিস নাতো ?? মনের কোনে যদি আমার খবর জানার তিল পরিমান ইচ্ছা থেকে তবে শুনো “ আমি ভাল নেই " আমার সকাল শুরু তোকে নিয়ে রাত্রে দেখা স্বপ্ন ভেবে ভেবে। আমার দিনটা কাটে শুধু তোকে ভেবে ভেবে। মনে আছি কত পাগলামি ছিল সেই ভালোবাসায় কত গভীর ছিল সেই পাগলামি ?? কতটা মিশে ছিলাম নিজেদের মাঝে।

তুই হয়তো অসব ভেবেই আজ কান্নায় ভেঙ্গে পড়িস। নাকি পড়িস না জানি না। আমাদের ছিলনা কোন বাঁধা। অবিরাম ঘাসফড়িঙের মত উড়ে বেরিয়েছি সারা শহর। আজ তোর ঠোঁটের স্পর্শও লেগে আছে গালে।

হাতে লেগে আছে হাতের স্পর্শ। এই অনুভূতি আমি আজো বয়ে বেরাচ্ছি তোকে ভেবে। আমি ফেলতেও পারি না আবার আগলে রাখার কষ্ট সহ্য হয় না। মাঝে মাঝে মনে হয় এই কষ্ট পাবার জন্যই আমি বেঁচে আছি। প্রতিদিন তুই স্বপ্নে এসে আমার সব কিছু উলটপালট করে দিয়ে যাস।

প্রতিদিন তর এই অবাধ বিচরন আমায় তিলে তিলে তর ভালোবাসার গভীরে নিয়ে যাচ্ছে। এই ভালোবাসা থেকে আমার মুক্তি নেই। তবে এই মুক্তি আমি চাইও না। থাকি না স্বপ্নে তর সাথে !! আমারও জানতে ইচ্ছে করে তুই ও কি আমার মত স্বপ্নে করিস ভালোবাসা ?? তুইও কি আমার মত প্রতি রাতে আমার চোখে চেয়ে থাকিস ??? আমায় ভেবে করিস দিন যাপন। আমাদেরই এই দূরে যাবার পেছনে আমাদের কোন হাত ছিল না কিন্তু তারপরও আমাদের সামনে দাড়িয়ে ছিল এক বিশাল পাহাড়।

যা অতিক্রম করে আমরা এই হলেও হারিয়ে ফেলব চির চেনা কিছু মুখ। চলে যাবো অন্য কোন রাজ্যে। জানিনা ঐ রাজ্যকে আমরা এতো ভয় পেয়েছিলাম কেন। অবশ্য এই দূরত্ব আমায় বুঝিয়েছে তুই আমায় কতটা দখল করে রেখেছিস। ভালোবাসাযে মানুষকে অসহায় করে তুলতে পারে সেটা বুঝার ক্ষমতা আমার হয়েছে।

তবু ভালবেসেছি। মানুষ ভালোবাসার জন্যই জন্মগ্রহণ করে আর সারা জীবন এই ভালোবাসাকেই খুঁজে ফিরে। আমি খুঁজে পেয়েছিলাম তোকে। আবার হারিয়ে ফেলেছি তোকে। মনে আছে পাগলী তুই আমায় জিজ্ঞেস করতি “ আচ্ছা আমায় হারাবার ভয় কেন তর ?? আমি তো তোকে হারাতে দেবো না।

সারা জীবন তর থাকবো। “ তবুও তোকে হারানোর ভয় আমায় গ্রাস করতো প্রতিমুহূর্ত। আজো মনে হয় আমায় কি তুই আগলে রাখতে পারলি ??? পাগলের মত ছুটে চলেছিলাম দুজন। তোকে না পাওয়ার বিনিময়ে পেয়েছি এই রাশ কষ্ট। ভেজা গোলাপে এখনো ডায়রির পাতা ভিজে কি তোর ?? আমার ডায়রিতে আজ ধুলো জমে আছে।

সেই চিঠিতে নেই তোর ঘ্রাণ আছে কেবল নোনা জলের ছাপ। মাঝে মাঝে স্মৃতি মনে হলে কষ্ট লাগে। মাঝে মাঝে সেই কষ্টটা ইচ্ছা করেই গ্রহণ করার ইচ্ছা জাগে। আর তখনই মনের টানে তুই ফোন দিস। আমি তোর দেওয়া কষ্ট গ্রহণ করি।

আর লালন করি। আসলে কি কষ্ট দেবার জন্য তোর এই ফোন দেয়া ? নাকি তোর কষ্টটা কমানোর জন্য ফোন দেয়া ??? আজও অজানা। জানতে চাই না। সব কিছু জানতে হয় না। প্রিয় কিছু হারানো আর প্রিয় মানুষকে পাশে রেখেও হারানোও মধ্যে মনে হয় যোজন যোজন তফাত।

প্রিয় জিনিস হারিয়ে আমার নোনা জল গরিয়ে পরে না। কিন্তু তোকে হারিয়ে আজ আমার নোনা জল চোখেই শুকিয়ে যায়। যাতে একটু পরেই আবার একরাশ কষ্ট নিয়ে চোখে ভেসে উঠতে পারে। এই উন্মুক্ত লিখা শেষ হবে না যেমন আমাদের কথা শেষ হত না। মনে আছে পাগলী আমরা যতক্ষণ কথা বলতাম তার থেকে নিরবাতায় কথা বলতাম বেশি ??!! ভালোবেসে আমি শিখেছি নীরবেও কিভাবে কথা বলা যায়।

ঘণ্টার পর ঘণ্টা নীরব দর্শন কিংবা নীরব কথা বলে যেতাম অবিরাম। তোর ভালোবাসা আমায় শিখেছিলাম চোখের মাঝের কথাটা পড়ে নেবার। শিখেছিলাম হাতের স্পর্শে মনের কথা বুঝে নেবার। শেষ হচ্ছে না। বিরক্ত হচ্ছিস ?? তবে আজ থাক।

এমন একপেশে কথা বলার মাঝে একটা যাদু আছে তা হল “ তুই অবিরাম হাসতে থাকিস আমি যতক্ষণ এই লিখা লিখছিলাম ঠিক ততক্ষণ। " তোকে ছাড়া আমার যে জীবন চলছে না তা না। দিন হচ্ছে, রাত হচ্ছে। কিন্তু এই জীবনকে ঠিক " জীবন " বলা যায় না। আবার মনে হয় এই কষ্টের জন্যই হয়তো আমার এই বেঁচে থাকা।

আমিও বেঁচে থাকি আমার কষ্টও বেঁচে থাকুক সাথে স্বপ্নে তুইও বেঁচে থাক। মনে আছে পাগলী তুই পছন্দ করতি বেগুনী রং আর আমি নীল। আমাদের ডায়রির নাম ছিল নীল-বেগুনীর স্বপ্ন। আর সেই স্বপ্নের রং ঠিক আগের মতই আছে কিন্তু স্বপ্নের মানুষ নেই। ডায়রির পাতায় পড়ে আছে কিছু শুকনো গোলাপ পাপড়ি আর কান্নার শুকনো জল।

শেষ কবিতা লিখেছিলাম কবে মনে নেই, তবে এই কবিতা আমাদের নীরব কথার মাঝে সৃষ্ট হয়েছিল মনে আছে। শুধু তোর জন্য। "" থমথমে জীবনের বাঁকে , কিছু স্মৃতি জমা থাকে , কিছু কথা অবিরাম ডেকে চলে নিভৃতে । হয়তো নিখোঁজ মনের টানে , ভালোবাসার আহবানে , আজো আমি খোঁজে ফিরি তার পরিপূর্ন ভালোবাসাটাকে । বুঝতে পারিনা তাকে , বুঝা যায় না , হৃদয়ের রক্ত ক্ষরণ কেউ তো বুঝে না ।

কিছু কথা আজো লিখা হৃদয়ের পাতায় , একটা গোলাপ পাঁপড়ি আর কিছু নোনা জল । সে গুলো আছে আজো জমা ডায়রির পাতায় । চলে যাব বললেই তো যাওয়া যায় না , কিছু স্মৃতির টানে তোমার ঐ হাসির কাছে হেরে যায় আমার সব অভিমান । অভিমান ৩০/ ০৫ /১১ ৯ : ৫৯ ভালো থাকিস পাগলী আমার। আজও ভালোবাসি।

ইতি তোর ____ *** ক্র্যাচটা আমার পাগলীর করা।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।