আমাদের কথা খুঁজে নিন

   

স্টেশন-১

মাথায় অনেক গল্প আসে; কিন্তু লেখার মত পর্যাপ্ত ধৈর্য-শ্রম-অধ্যবসায় নেই। গল্পগুলোকে তাই ছোট করে কবিতা বানাই.... সন্ধ্যাশেষের রেল-স্টেশন, বেলা তুমি চুপটি বসে গতকালই সকালবেলায় তিনটা যুবক আসলো হঠাৎ ঠিক তখনই বুঝেছিলে, বিয়ে তোমার ভাঙলো এবার এই ক'টা দিন কত্ত ধকল গেল, তুমি ভাবতে পারো? বেলা, তোমার চোখের কোনে এক পৃথিবী'র গল্প জমা জল গড়িয়ে গল্পগুলো ভাসিয়ে দেবে - এমন তো নও; তোমার গল্প তোমার হাতেই নতুন করে লিখতে হবে ওই যে শোনো, ট্রেন আসছে; পুরোন গল্প এবার ছাড়ো? 'কলেজ থেকে ফেরার পথে রোজ বিকালে...' - জানি বেলা, 'এবং সেদিন একলা পথে...' - জানি বেলা, আর বোলো না 'হঠাৎ একটা মাইক্রো এসে দরজা খুলে...' - বেলা শোনো? সব মানুষই অমন তো নয়, কেউ তো ভালো বাসতে জানে বেলা এখন বাঁচার সময়, এক পৃথিবী তাকিয়ে আছে অন্য সবাই ওদের মত যার যা খুশি বলতে থাকুক যারা তোমায় বাঁচতে দেয় না, ওদের জন্যে মরবে কেন? বেলা, তুমি ট্রেনেই ওঠো - ট্রেনের নীচে নেই কিছু নেই !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।