আমাদের কথা খুঁজে নিন

   

আজ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ(JSD)এর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী।

১৯৭১ সালে জাতীয় মুক্তি যুদ্ধের মাধ্যমে গড়ে উঠে সুকঠিন জাতীয় ঐক্য। এই ঐক্যকে কাজে লাগিয়ে দেশ গঠন করাই ছিল সেদিনের রাজনীতিবিদদের প্রধান কর্তব্য। তাই মুক্তিযোদ্ধা ও ছাত্র সমাজের পক্ষ থেকে দাবী করা হয়েছিল ‘জাতীয় বিপ্লবী সরকার’ গঠনের। ১৯৭২ সালের ১০ই জানুয়ারী তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন দিল্লী কলকাতা হয়ে দেশে ফিরে আসেন। তিনি ঐ প্রস্তাব প্রত্যাখ্যান করেন ।

গঠন করেন দলীয় সরকার। তারপর সারা দেশে শুরু হয় অবাধ লুন্ঠন , রিলিফ চুরি , কম্বল চুরি , সোমত্থ মেয়েদের ধরে নিয়ে তার ও তার পরিবার পরিজনের ইচ্ছার বিরুদ্ধে বিবাহ করতে বাধ্য করা , খুন , গুমের ঘটনা। গর্জে উঠে ছাত্র যুব সমাজ। এই সময়ের দেশ ও সমাজ চিত্র সার্থকভাবে ফুটে উঠেছে ‘আলোর মিছিল’ ‘ ‘আবার তোরা মানুষ হ’ ছায়াছবিতে। এই পরিস্থিতিতে ১৯৭২ সালের অক্টোবর মাসের ৩১ তারিখে গঠিত হয় ‘জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ(JSD). প্রথম কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন মেজর এম এ জলিল ও আ স ম আবদুর রব।

সদস্য ছিলেন শাহজাহান সিরাজ, নূর আলম জিকু , বিধান কৃষ্ণ সেন, সুলতান উদ্দিন আহমেদ ও রহমত আলি। সরকারের চাপে নতি স্বীকার করে রহমত আলি এই প্রক্রিয়া থেকে সরে যান। দীর্ঘ পথ পরিক্রমায় এই দল এগিয়ে চলেছে। পেশা ভিত্তিক প্রতিনিধিত্ব নিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট আইন সভা গঠন, দেশকে ৮ থেকে ৯ টি প্রদেশে বিভক্ত করে প্রশাসন ও বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ সহ ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে দল আন্দোলন করে যাচ্ছে। আজকেও পৃথিবীর সেরা স্বৈরাচারের বিরুদ্ধে এই দল সোচ্চার।

৪০ বৎসর পূর্তিতে এই দলের নেতা কর্মীদের জানাই রক্তিম অভিবাদন। সেই সাথে যারা বিভিন্ন সময়ে দলীয় আদর্শ তুলে ধরতে গিয়ে রক্ষী বাহিনী , মুজিববাদী গুন্ডা ও স্বৈর শাসকদের পুলিশদের হাতে প্রাণ হারিয়েছেন, বিশ্বাস ঘাতকদের চক্রান্তে প্রহসনের বিচারে ফাঁসি কাঠে প্রাণ দিয়েছেন সেই মহান বীর আবদুল মান্নান শেখর , বাদশা , শফিক, স্বপন, মাসুদ আলি খান বাবলু , আশরাফ আলি কানু , ফারূক(কুটি), সিদ্দিক মাষ্টার, রোকন , এ্যাডভোকেট মোশাররফ, শামছুল হাদী , মন্টু , আবদুল কুদ্দুস , সাংবাদিক সেলিম , কর্নেল আবু তাহের বীর উত্তম, শাহজাহান সিরাজ (রা বি) প্রমুখের প্রতি জানাই শ্রদ্ধার্ঘ এবং কামনা করি তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত। দীর্ঘজীবী হোক স্বদেশ , দীর্ঘজীবী হোক বিপ্লব। লেখকঃ সাবেক জেলা ও দায়রা জজ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।