Only I know what is my goal, My heart is my temple. ফেসবুক কাব্য-১৯ কাজী সায়েমুজ্জামান চাদেঁর কাছে একটি প্রশ্ন করেছিলাম চোখের জলে আমার মানবীর দেখা পাবো আর কতটা পূণ্য হলে? কতখানি পথ পার হতে হবে; যেতে হতে কতদূর- আর কতকাল পাড়ি দিতে হবে অপেক্ষার সমুদ্দুর? স্মৃতিমুখর রাতগুলো কেটে যায় অজানার ব্যবধানে- বুকে জমানো কথাগুলো কবে উবে গেছে অভিমানে। ব্যস্ত জীবনের পর্দার আবরণে একা নিভৃতে নির্জনে, আমার এইসব বেঁচে থাকা এত মুখরিত আয়োজনে। আকাশে দেখি তারাদের ঘিরে বর্ণিল চাদেঁর আলো সব ছেড়ে গ্রহত্যাগী বাসনাদের মনে হয় জমকালো। বরাবরের মতোই নির্বিকার ছিল প্রবারণার পূর্ণ চাঁদ আলো-বর্ষা মাখামাখি জোৎস্নায় কাটিয়েছি গতরাত। চুয়াডাঙ্গা, ৩০ অক্টোবর, ২০১২ রাত ২: ৩০ মিনিট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।