তাশফী মাহমুদ
এই ছবিটা দিয়ে ম্যাডামকে হেয় করা হয় নাই এখানে, শুধু তুলে ধরা হয়েছে ছাগু-শিবিররাই ম্যাডামকে কিভাবে হেয় করছে।
দুধ কলা দিয়া কাল সাপ পুষলে একদিন সেই কাল সাপ মালিকরেই ছোবল দেয়। --এইটা বাংলা সিনেমার একটা কমন ডায়লগ। আজকে এই ডায়লগ ঝাড়ার কারন হইল বিএনপি এবং জামাতি ছাগুদের মধ্যকার সম্পর্ক।
উপরে উপরে মাসাল্লাহ ভালই তাদের পিরিতি।
বিএনপির অতি বৃদ্ধ এবং ঋদ্ধ নেতারা জামাত বলতে অজ্ঞান। কিন্তু যেই মরালটা তারা সিখতে পারেনাই, সেইটা হইল, জতই ভালোবাসা দেওয়া হউক, বেইমানরা সব সময় বেইমানই থাকে।
বিএনপি গঠিত হওয়ার পর থেকেই জামাতের সাথে গভীর প্রনয়। কিন্তু জামাত-শিবির এমন একটা চিজ, যেই পাতে খায়, সেই পাতে হাগে। তাই শিবিরের হাতে ছাত্র দল নেতাদের করুন মৃত্যু আমরা বিভিন্ন সময়ে দেখেছি।
আর তাই এত সখ্যতা থাকা সত্ত্বেও এই জামাত শিবিরে তাদের আশ্রয়দাতা ম্যাডামরেও "ভারতের দালাল" বানাইতে টাইম লাগেনাই। বিএনপির বুঝা উচিত, যেই সাপের বাচ্চাটারে তারা পেলে-পুষে বড় করতেছে, সেইটা বড় হইয়া সবার আগে তাদেরকেই কামড় দিবে। নিজের প্রতিষ্ঠার স্বার্থে, নিজের রাজনৈতিক লাভ এবং উচ্চাভিলাষের স্বার্থে।
সাধু সাবধান। ওরা কারোরি আপন নয়।
আফসোস,ম্যাডাম এইটা বুঝবেন না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।