আমি আসব তখনই,হয়ে যাবে অনেক দেরী,অপেক্ষার প্রহর গুনোনা,ভুলে যাও তোমার আমি। CSE CSE CSE
১ প্রোগ্রামিং,লজিক,ম্যাথ,ফিজিক্স।
২ ধৈর্য,পরিশ্রম,কোয়ালিটি।
আমি এই বছর ই এইচ এস সি পরীক্ষা দিলাম। ইনশাল্লাহ আর কয়েক দিন পর ই বিশ্ববিদ্যালয়........এমন একটি সময়ে আরো অনেক অবুঝ science এর স্টুডেন্ট এর মত আমি ও পড়েছি এক ই সমস্যায়।
আগামী মাসের প্রথম দিকে আমার ভর্তি। বিশ্ববিদ্যালয় "আই ইউ টি । এখন সাবজেক্ট চয়েজ দিতে গিয়ে ই বিপত্তি। EEE না CSE না ME.আমার প্রথম চয়েজ CSE.
কারণ,কম্পিউটার চালাতে ভাল লাগে। আর কি চালাই কম্পিউটারে........ফেসবুক,ব্লগ,মুভি।
প্রোগামিং এর অ আ ক খ সম্পর্কে ও কোন ধারণা নেই। নেট ঘেটে দেখলাম CSE পড়তে হলে নিজের মাঝে কিছু গুন থাকতে হয়। ম্যাথ,ফিজিক্স তো মোটামুটি পড়তে হয়েছে কিন্তু এমন আগ্রহ নিজের মাঝে কখন ও দেখি নি যে গনিত উতসবে দেব দৌড়। আমার লজিক কোয়ালিটি নিয়ে ও নিজের মাঝে যথেস্ট সন্দেহ আছে,যুক্তিতে যে প্রায় ই হেরে যাই। কিন্তু তারপর ও আমার সি এস ই পড়ার ইচ্ছা।
কারণ,ঐ যে কম্পিউটার টারে ভাল পাই....এখন হতে পারে এটা কিশোর মনের খেয়ালি চিন্তা। বাস্তবতা তো এখন ও দুরে।
আর আমার হাতে আর অপশন ও নেই্,,,,,,,,,,,,,,,কারণ যে পড়ালেখা করেছি তাতে নেক্সট এক মাস অনেক চেষ্টা করলে হয়তবা বুয়েটে চান্স পেয়ে ও যেতে পারি কিন্তু ভালোভাবে না। আমার সিভিল পড়ার ইচ্ছা নাই,তাই
আই ইউ টি ই বোধ হয় শেষ ঠিকানা।
অনেকে বলে সি এস সি পড়তে হলে আগে বুঝে এস নইলে পরে দেখবে লাইফ হেল হয়ে গেছে।
কিন্তু যত যাই বলুক শেষ্পর্যন্ত যে কলা গাছ টা আমার এই মন্মান্সিকতার কারণে সি এস ই ই পড়ব।
এখন ভাই বলেন তো এই বিষয়ে আমি কি করলে ভাল করব। জানি আগ্রহ ই মূল বিষয় কিন্তু যখন আগ্রহ নিয়ে ও কনফিউজড হতে হয় তখন গাইডেন্স কাজ করলে ও করতে পারে ।
আমার হাতে আর কোন অপশন নাই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।