কোরবানি শেষ হয়েছে। শহর ছেড়ে যারা গ্রামে গিয়েছিলেন এখন তাদের শহরে ফিরার পালা। শহরে এসে তারা এ সপ্তাহে মেতে থাকবেন কোরবানির সাথে সংশ্লিষ্ট নানা গল্পে। কেউ বলবেন তার গরুটা কেমন ছিল, লাল না কালো। দাম বেশী না কম দিয়েছেন।
অন্যের তুলনায় কেমন হয়েছে। কেউ বলবেন কোরবানির পশু জবাই করতে গিয়ে কীভাবে তার দামী সাদা পাঞ্জাবীটা রক্তাক্ত হয়েছে। কেউবা বলবেন মাংস কাটতে গিয়ে কীভাবে হাতের আঙ্গুল পোঁচ লেগেছে। সব গল্পই আপনার জন্য নিরাপদ। ভাবছেন গল্প বলবেন তাতে আবার নিরাপত্তাহীনতার কথা আসছে কেন ? আসছে এই জন্য যে দেশে একজন মন্ত্রী আছেন, যিনি নিজেই বলেছেন তিনি চোখ তুলতে ওস্তাদ।
মধ্যরাতে টিভি চ্যানেলে সদর্পে তার স্বীকারোক্তি আমি চোখ তুলে ফেলবো। অতীতেও তুলেছি। কাজেই ভুলেও বলবেন না কোরবানির পশুর আপনি চোখ তুলে মাথা কেটে মগজ বাইর করে সুস্বাদু রান্না করে খেয়েছেন। এই দায়িত্ব আমাদের মন্ত্রী মহোদয়ের। তিনি চোখ তোলায় স্ব-ঘোষিত বিশ্ব চ্যাম্পিয়ন।
পশুর চোখ তোলার সংবাদে তিনি মাইন্ড করতে পারেন। তার চ্যাম্পিয়ন শিপ কেড়ে নিলে আপনার খবর আছে। হয়তো দেখবেন আপনার চোখ আর চোখের জায়গায় নেই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।