আমাদের কথা খুঁজে নিন

   

আয় সখা সিগারেট গলাগলি করি

অরুণালোক বাজেটে সিগারেটের দাম বাড়াতে আমি খুবই দুঃখ পেয়েছি। নিঃসঙ্গ জীবনে সিগারেট যে কী পরিমাণ বন্ধুর কাজ করে, এটা অধূমপায়ীরা কোন দিনই বুঝবে না। স্রষ্টার ১৮হাজার মাখলুকের মধ্যে তামাকও একটি মাখলুক। এর ক্ষতির দিকটাই তথাকথিত স্বাস্থ্য সচেতন মানুষ ফলাও করে প্রচার করে। কিন্তু তারা সিগারেটের স্বাদ কী, খেতে কেমন তা জানে না।

স্বীকার করি সিগারেটের একটা উগ্র গন্ধ আছে। এ কারণে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে; তাতে কষ্ট পাই নি। কেননা, এতে সিগারেটের ক্ষতিকর দিক থেকে বাকিরা ভালো থাকবে। কিন্তু তাই বলে প্রতি বছর বাজেটে সিগারেটের দাম বাড়িয়ে সরকারের সত্যিকারের কোন লাভ হয়েছে? বাজেট ঘোষণা না হতেই একশ্রেণির অতি মুনাফাখোরেরা দাম বাড়িয়ে কোটি টাকা লুটে নিচ্ছে। সরকারের খাজাঞ্চিতে জমা হচ্ছে অশ্বডিম্ব, ভোগান্তি হচ্ছে আমার মতো ধূমপায়ীদের।

ভাবা যায় কদিন আগেও ৫ টাকায় একটা গোল্ডলিফ কিনতাম। অথচ এখন কিনতে হচ্ছে ৬ টাকায়। তার মানে প্যাকেট প্রতি দাম বেড়েছে ২০ টাকা! সরকার যদি থেকে প্যাকেট প্রতি দশ টাকাও পায়; তাহলে মনকে সান্ত্বানা দিতে পারতাম। কিন্তু না মন সান্ত্বনা পাচ্ছে না। কেননা, সরকারের চেয়ে লাভ যার বেশি হচ্ছে তারা ব্যবসায়ী।

ইচ্ছে করছে নিজেই তামাকের চাষ করি, সিগারেট বানাই, তারপর খাই। এতে এক টাকাও কেউ পাবে না। কারণ আমার ব্রেনে নিকোটিন দরকার। আমি পুলিশ, সরকারি আমলাদের মতো ঘুষ খাই না, সিগারেট খাই আমি ডাক্তারদের মতো রোগির সর্বনাশ করে টাকা কামাই না, অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে, অতিরিক্ত ঔষুধ লিখে দুর্নীতি করি না, শুধু সিগারেট খাই। আমি স্কুল ব্যবসায়ীদের মতো ছাত্র-ছাত্রীদের কাছে থেকে বাণিজ্য করি না, শুধু সিগারেট খাই।

আমার পছন্দের বিরুদ্ধে এতো কথা কেন? ধূমপান করে আমি আমার নিজের সর্বনাশ যদি নিজে করেই থাকি তো বেশ করেছি, এতে কারও জ্ঞান দেওয়ার দরকার নেই। যে দেশে পররাষ্ট্র মন্ত্রি সমকামীদের উৎসাহ দেয় সেখানে সিগারেটের বিরুদ্ধে এত কথা বলা ঠিক না। যার ইচ্ছা খাবে, ইচ্ছা হবে না; খাবে না। কিন্তু আমি খাবো এবং খেতেই থাকবো। সিগারেটের বিরুদ্ধে এতো কথা বলা হচ্ছে; সিগারেট মৃত্যুর ঝুঁকি বাড়ায়।

কেন, ঢাকা শহরে যে কলকারখানার কালো ধোয়া, গাড়িঘোড়ার অজস্র বিষাক্ত নাগরিক জীবনকে দুর্বিসহ করে তুলেছে; এতে কারো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা শুধু সিগারেটের জন্য? আমার দাবী: সিগারেটের উপর সমস্ত প্রকার ট্যাক্স নেওয়া বন্ধ করুন। বিশ্বের সমস্ত ধূমপায়ীরা ঐক্যবদ্ধ হোন। প্রয়োজনে ধূমপায়ীরা পৃথিবীর যে কোন একটা প্রান্তে স্বেচ্ছা নির্বাসন নেবো। আমাদের সাথে থাকবে সিগারেট, লেখার কাগজ আর কালি।

আমাদের আর কিছুর দরকার নেই। কেননা, সভ্য পৃথিবীর রূপ আমার দেখা হয়ে গেছে। আমি অরণ্যে ফিরে যাবো। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।