আসন্নঈদের ছুটিতে দর্শনার্থীদের
মিলনমেলায় পরিণত
হচ্ছে সাগরকন্যা কুয়াকাটা। এরই
মধ্যে অধিকাংশ হোটেলের ৫০ শতাংশ
অগ্রিম বুকিং সম্পন্ন হয়েছে। দীর্ঘ
ছুটির কারণে এবার ১৫ সহস্রাধিক
দর্শনার্থীর
উপস্থিতি হতে পারে বলে কুয়াকাটা হোটেল-
মোটেলওনার্স অ্যাসোসিয়েশন
ধারণা করছে। আর এ
কারণে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত
করতে প্রশাসনের পক্ষ
থেকে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।
আসছেঈদ।
আসন্ন ঈদে দীর্ঘ
ছুটি ভোগ করবে সর্বস্তরের মানুষ।
তাই অনেকেরই লক্ষ্য ছুটিতে দর্শনীয়
স্থানে ঘুরে আসা। দেশের অন্যতম
পর্যটন কেন্দ্র কলাপাড়া উপজেলার
কুয়াকাটা সাগর সৈকতে এ বছর ঈদের
বন্ধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
হওয়ার আশায়
প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন শ্রেণীর
পেশাজীবীরা। এরই মধ্যে দূর-দূরান্ত
থেকে হোটেল-মোটেলে থাকার
ব্যবস্থা করছেন ভ্রমণ পিপাসুরা।
কুয়াকাটারহোটেল বিশ্বাস
সি প্যালেসের ম্যানেজার আনিছুর
রহমান জানান, এরই মধ্যে তার
হোটেলের ৫০ ভাগ কেবিন
বুকিং হয়ে গেছে।
তিনি বলেন,
ঈদে দর্শনার্থীদের চাপ বাড়বে_ এমন
ধারণা নিয়েই হোটেল পুরোপুরি প্রস্তুত
রাখা হয়েছে। ভাড়ার
বিষয়ে তিনি জানান, ফ্যামিলি কেবিন
১২০০ টাকা ও সিঙ্গেল কেবিন ৭০০
টাকানেওয়া হচ্ছে। কুয়াকাটা হোটেল-
মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের
সাধারণ সম্পাদক এম এ মোতালেব
শরিফ জানান, পর্যটন কেন্দ্র
কুয়াকাটায় দুই শতাধিক
সরকারি কিংবা বেসরকারি হোটেল-
মোটেল রয়েছে। তিনি বলেন, এবার
দীর্ঘ ছুটির কারণে কম
পক্ষে ১৪-১৫ হাজার পর্যটক
কুয়াকাটা সমুদ্রের অনিন্দ সুন্দর দৃশ্য
উপভোগ
করতেআসবে বলে আশা করছি। তাই
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদের
আগেই জরুরি সভা করে পর্যটকদের
ভ্রমণ সুবিধা নিশ্চিত করা হচ্ছে।
কুয়াকাটারাখাইন মার্কেটের
দোকানি রহমান মিয়া জানান,
আশা করছি ঈদ
মৌসুমে বিকিকিনি জমজমাট হবে। তাই
দোকানে হরেক রকমের পণ্য
তোলা হয়েছে। আব্দুর রহমান নামে এক
চাকরিজীবী জানান, ঈদের
ছুটিতে কুয়াকাটায় পরিবারের
সবাইকে নিয়ে ঘুরতে যেতে আগেভাগেই
বুকিং নিয়েছেন সেখানকার হোটেল
নীলাঞ্জনায়। তিনি জানান, দীর্ঘ
ছুটি পেয়েছি তাই সমুদ্র
দেখতে কুয়াকাটায় যাচ্ছি।
কলাপাড়াথানার ওসি মো. ইসহাক
আলী জানান, ঈদের বন্ধে পর্যটকদের
চাপ
সামলাতে এরইমধ্যে কুয়াকাটা পুলিশ
ফাঁড়িকে প্রয়োজনীয়
নির্দেশনা দেওয়া হয়েছে।
সে অনুযায়ী কুয়াকাটা সি বিচে পুলিশি টহল
বাড়ানোসহ
রাতেপর্যটকরা যাতে কোনো ধরনের
অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার না হন
সে বিষয়ে বিশেষ নজর
রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক
করেদেওয়া হয়েছে। এ
ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.
জাহাঙ্গীরহোসেন জানিয়েছেন, ঈদ
মৌসুম উপলক্ষে পর্যটনকেন্দ্র
কুয়াকাটায় দর্শনার্থীদের নিরাপত্তায়
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও
জনপ্রতিনিধিদের
দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।