আমাদের কথা খুঁজে নিন

   

একি বললেন তিনি...মাথাটা বিকার হতে আর কি বাকি আছে?

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ দুর্ঘটনার আগে কিছু মৌলবাদী ও বিএনপির ভাড়াটে লোক সাভারের ভবনটির গেট ও বিভিন্ন স্তম্ভ ধরে “নাড়াচাড়া” করেছিল। ভবনটি ধসে পড়ার পেছনে এটিকেও “একটি কারণ” হিসেবে বিবেচনা করা যেতে পারে। – স্বরাষ্ট্র মন্ত্রীর এমন মন্তব্য কি গ্রহন করার মত? তিনি কি তাঁর মন্তব্যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন? কিছুদিন আগে, আমার বাসার পাশের এক বাড়ির পারকিং থেকে একটি প্রাডো গাড়ি উলটো পাশের আর এক বাসার মাইন গেটে এমন সজোরে আঘাত করে যে সে বাড়ির দামি স্টেনলেস স্টিলের সদর দরজা, যার ফ্রেম আর হুইল লোহার মোটা পাত দিয়ে তৈরি, ২-৩ ফিট বেঁকে যায় আর গাড়ির সম্মুখ অংশ ধ্বংস প্রায়। অথচ সে বাড়ির মেইন গেটের জন্য সাধারন অববয়ে যে পিলার গাথা হয়েছে, তার গায়ে একটুও আঁচর পরেনি। রানা প্লাজায় কত হাজার লোক সদর দরজার কলাপ্সিবল গেট ঝাঁকি দিয়েছিল যে পুর বিল্ডিংটাই ধ্বসে পরল! এমন অর্বাচীনের মত মন্তব্য তাঁর মত একজন দায়িত্ববান মন্ত্রী বলেন কি করে?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।