আমাদের কথা খুঁজে নিন

   

আর কত বাস মারবি জনতাগো, বাস খাইতে খাইতে আমরা এখন সয়ে গেছি

সামু পাগল আমি কি শুরু করসে কিউবী আর বাংলালায়ন আলারা, যে স্পীড দেয়ার কথা তা তো তারা দিচ্ছে না। তাদের প্যাকেজ বিল ও তো অনেক বেশী যা সাধারন জনগনের আয়ত্তের মধ্যে নয়। দেশের মধ্যে এই দুইটাই তো একমাত্র ভরসার পাবলিক আছে, কিন্তু এখন তো তাদের উপরে নিরভর করা যাচ্ছে না। তারা যে বাস মারা সারভিস দিচ্ছে তাতে জনতার প্রয়োজন মিটে না। আমরা তো কিছু বলি না কারন বাস খেতে খেতে আমরা তো এখন সয়ে গেছি।

আর বলতে চাইলেই বা কার কাছে বলব। তাদের নেট ইউস করে মনের শান্তি নষ্ট হয়ে যায়। যে স্পীড পাওয়ার কথা পাওয়া যায় তার এক কোনা, এই স্পীড দিয়ে আমরা কি করব??? তবু আমরা এতেই আমাদের কাজ চালিয়ে নিচ্ছি। সরকার আমদের স্বপ্ন দেখায় দেশ ডিজিটাল হবে, দিন বদল হবে, , , কিন্তু কিছুই হচ্ছে না, আর হলেও তার স্পীড আমদের নেট স্পীড এর, , , তবু তাতেও আমরা চালিয়ে যাচ্ছি সবকিছু। অনেক হইসে, বাস মারো কোন অসুইধা নাই, , , , , , আমরা এই বাসের ধার ধারিনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।