আমাদের কথা খুঁজে নিন

   

যখন তুমি সীমানার বাইরে.............এই কথাগুলো তোমার জন্য

ইহিহিহি!!! প্রিয় তুমি আমি কিন্তু তোমার সাথে আর কথা বলবো না,যখন তোমার খাঁচা থেকে বের হয়ে মনে হবে 'একটা ফোন করি তোমায়'। এত সোজা !আমাকে এই কয়দিন পেইনে রাখলা,আমি তোমাকে এত সহজে ছেড়ে দিব?তুমি আমাকে যতটা ভালো আর লক্ষী ভেবেছো আমি তা নই এমনিতেই প্রতিটা ঈদ আসলে এত কষ্ট লাগে তোমাকে দেখি না বলে,তার উপর এসব........ইমেজ ধরে রাখার ব্যাপার স্যাপার।একটা মিথ্যেবাদী তুমি.....কি কথা ছিল,আর কি কাজ তোমারতোমাদের বাসায় সব জানাবে আসলে আমার উচিত তোমার আব্বু আম্মুকে সব বলে দেয়া .....তুমি যে সুবোধ ছেলের ভাবটা নিয়ে থাকো সেটা ভুয়া। ঈদের আগের দিন ট্রেন থেকে নেমে শুধু একটা টেক্সট 'আমি এসে গেছি'।ব্যস.........বন্দি হয়ে গেলা ।আগে তাও ভালো ছিলা,আমাকে রবিন,আশরাফ ,শিশির আপু বানিয়ে একটু হলেও কথা বলতা। ঈদের সকালে ফোন দিলাম,রিসিভ করেই আমার সাথে কথা না বলে ভাইয়ের সাথে কথা বলা শুরু করলা.....ভাইকে সিভিক সেন্স বুঝাচ্ছিলা আমি অবশ্য ভালোই আছি,খুব খুব খাওয়া দাওয়া,টিভি দেখা,নেট.....টনসিলের ব্যথাও নেই আর....কুসুম গরম লবণ পানিতে গার্গল করছি রোজ,জিম্যাক্স খাওয়া এভয়েড করা গেলো না অবশ্য।তোমাকে খুব একটা মিস করছি না.....কিন্তু একটা ফোন করছো না,আমি করলে কথা বলছো নাতোমার আশেপাশে কি সব সময় মা,ভাই আর আব্বু থাকে? কি আজব ছেলে তুমি!!!!!ভীতুর পোনা তুমি ছেলে হয়ে এমন!!! আচ্ছা ঠিকাছে.......ভালো তুমি ভালো হয়ে থাকো সবার চোখে। A T V ইতি আমি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।