ভাল লাগে ভালকে, খারাপ লাগে খারাপকে প্রিয়তমা-২ আধারের নিযিদ্ধস্পর্শে ঘণিছে বিক্ষুব্ধ সন্ধাশ্যামা, শুধু জোনাকীর মত উচ্ছল উজ্বল আমার প্রিয়তমা,, থর কম্পনে সারা পৃথিবী ক্ষণিকে শেষ, শুধু ধ্রুবতারার মত তুমি আছো বেশ, কালবৈশাখীর ধুলিময় হাওয়ায় নিস্তব্ধ বিশ্বময়, শুধু আকাশের মত স্বপ্ন শুন্যে তুমি দাড়িয়ে নির্ভয়, মহাথরে মহাশুন্যের সব নক্ষত্র পড়ে ঝরে, শুধু হাসি নিয়ে ওঠে রবি তোমার দ্বারে, দ্রোহে দ্রোহে আঘাত হানে সবার হৃদয়ে, শুধু চঞ্চল তব হৃদয়াঞ্চল বর্ষায় ধুয়ে। মো. ইমরোজ আহসান
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।