বিএসসি প্রকৌশলী ও এক সময়ের তুখড় টিভি সাংবাদিক ;(
আমার এক বন্ধুর শেয়ার করা ছবি এটি। যে বন্ধু পোষ্টটি করেছে, তাতে ধারনা করে নিয়েছিলাম জিনিসটিতে অবশ্যই বিশেষত্ব কিছু আছে। পোষাকটির ডিজাইনটাও বেশ পছন্দ হল।
জিনিসটি বাংলাদেশে তৈরী, পোষাকের গায়ে লাগানো ট্যাগটায় পড়ে ভালো লাগল। বেশ সুন্দর করে বানানো।
কাটিং-ফিটিং-কালার-ষ্টাইল সব কিছুই ভালো দেখাচ্ছিল।
পোষাকটির গায়ে যখন দামটা খেয়াল করলাম তখন বুঝলাম, কোন বিশেষত্ব পোষাকটি বয়ে বেড়াচ্ছে।
হাজারো মানুষের রক্ত-মাংশ-ঘামে তৈরী এ পোষাক।
যা রপ্তানী করে বাংলাদেশের মানুষ কোটিপতি হচ্ছে, বাংলাদেশ হচ্ছে সমৃদ্ধশালী।
অনেক শ্রমিকের সাথে কথা বলে জানলাম, তাদের চাকরি নিরাপত্তা নেই।
বেতন কাঠামো নাম মাত্র। সুযোগ সুবিধা নেই বললেই চলে।
জীবনের নিরাপত্তা যে কতটুকু তাও দেখছি, অনুভব করছি।
যাদের জীবনের জন্য দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়, তাদের সুযোগ-সুবিধা-নিরাপত্তা-অধিকার নিয়ে ভাবার সময় এসেছে বলে মনে করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।