সাধারণত ঈদের ২-৩ দিন আগে চ্যানেলগুলো ঘুরাতে থাকি, ঈদ এর দিনগুলোতে কোন চ্যানেলে কি ধরণের অনুষ্ঠান হবে তা লিখে রাখার জন্য। এবার দেখতে গিয়ে বেশ অবাকই হলাম। মনে হচ্ছে আমি যেন ভারতের কোন প্রদেশে বসে প্রাদেশিক টিভি চ্যানেল দেখছিলাম। অনেক নাটকেই ভারতীয় হিন্দি বা বাংলা গানের তালে তালে আমাদের দেশীয় শিল্পীরা তাল মেলাচ্ছেন এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের পোশাকআশাক শালীনতার মান ছাড়িয়ে গেছে। একটা চ্যানেলে দেখলাম, আমাদের এককালের জনপ্রিয় একজন চলচ্চিত্রের অভিনেত্রী একটি অশ্লীল হিন্দি গানের সুরে অশ্লীল ভঙ্গিমায় নৃত্য করছেন। এখনই যদি দেশের অবস্থা এরকম হয়, তাহলে আজকের বাচ্চারা ঠিক কোন ধরণের বাংলাদেশে জীবনযাপন করবে, তা বলাই বাহুল্য। আধুনিকতার জোয়ারে নিজেদের ভাসাতে কেন ভারতীয় সংস্কৃতিকে আঁকড়ে ধরে উঠতে হবে, তা বুঝি কোন দিনও বোধগম্য হবার নয়। আমাদের নিজেদের মূল্যবান আচার-অনুষ্ঠান যদি আমরা পেছনে ফেলে রেখে বিজাতীয় আচারগুলোকে লালন করে শুরু করি, তাহলে ভবিষ্যতে বীর বাঙালি পরগাছা ছাড়া আর কিছুই বলে পৃথিবীর বুকে গণ্য হবে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।