আমি সহজ সরল মানুষ তাই সরলতাকে ভালোবাসি। ✣ ঈদ মোবারক, ঈদ মোবারক।
/দোস্ত দুশমন পর ও আপন/সবার মহল আজি হউক রওনক/যে আছ হৃদয়ে যে আছ কাছে/সবারে আজ মোর সালাম পৌঁছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পঙক্তির সেই খুশির ঈদ কাল। ঈদুল আজহা, কোরবানি বা ত্যাগের ঈদ।
ঈদুল ফিতরের মতো তাই শুধু আনন্দ নয়, পাশাপাশি আছে কষ্টও। রাত পোহালেই ত্যাগের মহিমায় উদ্ভাসিত সেই দিন ঈদুল আজহা। কোরবানি মানে শুধু পশুহত্যা নয়। কবির ভাষায় ঈদুল আজহা মানে 'সত্যাগ্রহের শক্তির উদ্বোধনের দিন; মনের পশু হত্যা করার দিন'।
আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন,তাকওয়া ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক ঈদের আনন্দ।
অনেক ভালো থেকো বন্ধুরা। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।