I'm searching that I've lost... লেট স্প্রীং
বাবা আমি বেশ আছি। বিয়ে করতে চাইনা। বিয়ে করলেই আরো সূখি হবো আমি তা মনে করি না। আমি তোমার সাথে থাকতে চাই।
দেখ্ মা, বিয়ে মানেই সূখী হওয়া আমি তা বলিনি।
কেউ সূখি হয়, কেউ হয় না। তোর মায়ের কথাই ধর। মাঝে মধ্যেই কাঁদতে দেখতাম। পরে আমরা ঘনিষ্ট হলাম। পরস্পরকে বুঝলাম।
একটা যায়গায় এক থাকতাম। জীবনটা এরকম। চিরদিন তুই তোর বাবার সাথে থাকতে পারবি না। না এটা ঠিক হবে। সমাজ, পরিবার, এই পৃথিবী এসবের ভারসম্য রাখতে আমরা বিয়ে করি।
ছেলেটা ভাল। তুই রাজি হয়ে যা। আমি জানি তোরা সূখি হবি।
বাবার কথায় নরিকো (মেয়ে) কিছুটা কনফিউজড হয়ে বান্ধবীর কাছে পরামর্শ করতে আসে।
শোন্ নরিকো, আ্যরেন্জড ম্যারেজে তোর সমস্য কি? ধর, তোর কাউকে পছন্দ হল, তুই তাকে বলতে পারবি বিয়ের কথা।
তারচে এ-ই ভাল।
দেখ্।
মানাতে না পারলে আমার মতো চলে আসবি।
দর্শক হিসাবে এবার অমি কনফিউজড। আমি কোনটা করব? বাবার কথাও ঠিক।
ইনট্রোভার্টদের জন্য বান্ধবীর কথাও ভুল না। কিন্তু একটা অপরিচিত লোক, যাকে আমি জানি না, তার সাথে গোটা জীবনটা শেয়ার করা। আবার পছন্দ করার নাম করে বিয়ের পূর্বে সবাই যা করছে তাও সঠিক বলে মানতে পারছি না।
পরিচালক ওজু
১৯৪৯ সালে জাপানি চলচ্চিত্র নির্মাতা ওজু তার ছবি লেট স্প্রীং এ এসব ব্যাপার তুলে এনেছেন। যুদ্ধ পরবর্তি ছবি।
৫ টা এওয়ার্ড জিতেছে। কৌতুহলী হলে দেখতে পারেণ। কিন্তু বলে রাখি- এটা ৬৩ বছর আগের ছবি। সাদাকালো। মিউজিক কোয়ালিটি ওই রকম।
তার উপরে ওজুর বাতিক ছিল ক্যামেরা হাটুতে রাখার। নো মুভমেন্ট। তবে এ জাতীয় ছবিই দেখতে পছন্দ করেণ ইরাণী প্রভাবশালী পরিচালক আব্বাস কিয়ারোস্তামি। তার মতে- ‘আমি সেই ছবি দেখতে পছন্দ করি যা দেখতে বসলে ঘুম পায় কিন্তু দেখা শেষ হলে ৭ দিন ঘুমাতে পারি না' '
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।