সাহাদাত উদরাজী www.udrajirannaghor.wordpress.com সময় থাকতে পিউর হন, সার্পোট দিবে জনগণ! কথাটা আমাদের দেশের একটা জুস/পানীয়র বিজ্ঞাপনে বেশ ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন টিভি চ্যানেলে, নানা দেয়ালে, রাস্তার ফুটপাতের বিলবোর্ডে এই কথার বিজ্ঞাপন আমাদের সবার চোখে পড়ছে। আমি নিশ্চিত যে, এই বিজ্ঞাপন দেখেন নাই এমন লোক বাংলাদেশে খুব কম আছে। এই বিজ্ঞাপনের এই বাক্যটি আমার মনে হয় আমাদের প্রায় সবার মনে দাগ কেটেছে 'সময় থাকতে পিউর হন, সার্পোট দিবে জনগণ!' এই কয়েকটা শব্দের লাইনের অর্থ বুঝতে ডক্টর হবার দরকার নেই! পঞ্চম শ্রেনী কিংবা স্বশিক্ষিত হলেই যথেষ্ট! ছবিঃ বাংলা নিউজ ২৪ থেকে আমি অবাক হয়ে ভাবি, আমাদের ক্ষমতায় থাকা রাজনীতিবিদগনের চোখে কি ধুলা পড়েছে যে, এই সামান্য কথাটার অর্থও বুঝতে পারছে না!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।