বিশ্ব রেকর্ডটা বাংলাদেশের ঝুড়িতেই বুঝি গেল।
=====================
বগুড়া: বগুড়ায় ১৭ মাস বয়সী এক শিশুকন্যাকে রশ্মিকে ধর্ষণের পর নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার সকালে শহরের বড়গোলা ভাণ্ডারী লেনে বাড়ির সামনে খেলার সময় শিশুটিকে তুলে নিয়ে যাওয়া হয়।
বৃহস্পতিবার বিকালে পাশের ছয়তলা ভবনের দোতলায় আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির (আলীকো) বাথরুমের ফলস ছাদ থেকে তার পচন ধরা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ওই অফিসের পিয়ন রকিকে গ্রেফতার করেছে।
সে ফুলবাড়ী মধ্যপাড়ার বাবলুর ছেলে। শিশুর স্বজন ও প্রতিবেশীরা অভিযোগ করেছেন, এক কোটিপতির কাছে টিনশেড বাড়িটি বিক্রি করতে রাজি না হওয়ায় তার নির্দেশে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
নিষ্পাপ এ শিশুকে হত্যার ঘটনায় জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সহকারী পুলিশ সুপার (সদর) গাজীউর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিয়ন রকি ওই শিশুকে অফিসে নিয়ে ধর্ষণের পর পেটে ছুরিকাঘাতে হত্যা ও লাশ গুমের কথা স্বীকার করেছে
। আশপাশের লোকজনকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিকালে এ খবর পাঠানোর সময় এলাকাবাসী এবং বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক নারী-পুরুষ নিহতের বাড়িতে ভিড় করছিলেন। স্বজনদের আহাজারিতে তারাও কেঁদে ফেলেন। জানা গেছে, ওই এলাকার বাকপ্রতিবন্ধী ধুনকার বিহারি (অবাঙালি) গোলাম রব্বানীর একমাত্র শিশুকন্যা রশ্মি গত মঙ্গলবার সকাল ১১টার দিকে বাড়ির সামনে খেলছিল।
সেখান থেকে শিশুটি নিখোঁজ হয়। এ ব্যাপারে সদর থানায় জিডি ও মাইকিং করা হয়।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে পাশের জনৈক জাহিদুল ইসলাম বিটুর মালিকানাধীন ছয়তলা ভবনের দোতলায় আলীকো অফিসের বাথরুমের ফলস ছাদে শিশুটির ভুঁড়ি বের হওয়া পচন ধরা লাশ পাওয়া যায়।
=================
আপনার বলুন এর কি বিচার হওয়া উচিত? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।