আমাদের কথা খুঁজে নিন

   

উত্‍পল শুভ্র; তুই গাদ্দার

মূল ধারার মিডিয়ার উপর বিরক্তি অনেক আগে থেকেই । তারা নিজেদের প্রচারের জন্যে সব করতে পারে । গত ৩১শে মে উত্‍পল শুভ্র তাই করেছেন । নিজের সুনামের জন্যে সে আশরাফুলের সাথে গাদ্দারি করেছে । পৃথিবীর বিভিন্ন দেশেই সাংবাদিক দের সাথে খেলোয়াড় দের বিরোধপূর্ণ সমপর্ক ।

অথচ বাংলাদেশি সকল খেলোয়াড় রাই সাংবাদিক দের বন্ধু/বড় ভাই এর মত । অথচ তারপর ও উত্‍পল শুভ্ররা বিভিন্ন সময়ে খেলোয়াড় দের সাথে বিরোধ লাগানোর চেষ্টা করেছে ,অতঃপর সেই বিরোধ আরেকটু ফুলিয়ে ফাপিয়ে মিডিয়াতে এনেছে । আবার নিজেদের প্রয়োজনেই তাদের কাছে গিয়েছে । বন্ধু/বড় ভাই হয়ে ক্ষতি করেছে । আলরাফুলের বেলায় উত্‍পল শুভ্র সেই কাজ টাই করেছে ।

আশরাফুল বলেছেন , "একজনকে বড় ভাই হিসেবে কথা গুলো বলেছিলাম ,কিন্তু সে গাদ্দারি করেছে । " এখন আমরা বলতেই পারি ,"উত্‍পল শুভ্র ,তুই গাদ্দার । " এখন অনেকেই বলতে পারেন ,আশরাফুল তো কাউকে উদ্দেশ্য করে কথাটি বলেনি ,তাহলে আপনি কিভাবে বুজলেন ??? তাহলে শুনুন ,৩১ শে মে উত্‍পল শুভ্র লিখেছিল ,'ভারতের চ্যানেলে ফিক্সিং এর সাথে জড়িত একজন বাংলাদেশির কথা বলা হয়েছে ,তাহলে সেই কি রফিক !' ঠিক আছে ,তার মত করেই বলি ,'আশরাফুল একজনকে গাদ্দার বলেছে ,সে কি উতপল শুভ্র !' ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।