আমাদের কথা খুঁজে নিন

   

ওহে ছাগল, তোমার কারণে ধরা খাইবার পথে ছিলাম আমরা ...........(একটি বাশ খাওয়া টাইপের ১৮ এর আশেপাশে নাই মুলক লেখা)

সসবসময় ভাবি যে সময় পেলেই ব্লগ লিখব, কিন্তু সেই সোনার হরিণ সময়টাই পাচ্ছিনা, এক বছরের বেশি হয়ে গেলো তাও আমি এক নিষ্কর্মা ব্লগার..... একটি মাত্র ছাগল কিনিতে আমরা পাচজনের বিশাল বাহিনী রওনা হইলাম হাটের উদ্দেশ্যে। আমরা সবাই তখন ইন্টার পাশ করিয়া বিশাল বয়স্ক হইয়া গেছি টাইপের পাঁচ মহাপুরুষ। বাসার সবাইকে বুঝাইলাম ছাগল কিনতে করো যাবার দরকার নাই, আমি আর আমার বন্ধুরাই যথেস্ট। বন্ধুদেরকে বলা মাত্রই একপায়ে রাজি। আমরা যে সবাই বড় হয়ে গেছি, এত বড় একটা গরু থুক্কু ছাগল কিনার ভার শুধু আমাদের দিয়ে দিবে এটা ভাবতেই নিজেদের মধ্যে একটা ভাব চলে আসলো।

সবাই রেডি হয়ে, মান্জা মেরে হাটের দিকে রওনা দিলাম। আমাদের দেখে পাড়ার অনেকেই জানতে চাইল কই যাই, উত্তর দিলাম গরুর হাটে। কাউকেই বলি নাই যে একটা ছাগল কিনতে আমরা পাঁচজন যাইতেছি (প্রেস্টিজ বইলাও তো একটা জিনিস আছে । আহা, কি চমৎকার হাট। হাজার হাজার গরু।

কিছুক্ষণ গরুর দামদর জিগাইলাম। দেখলাম গরুর দাম চড়া। বড় বড় গরুও দেখলাম, ব্যপক গরু যাকে বলে আরকি। যাক ঘন্টাখানেক গরুর দামদর করার পর ছাগল কিনার জন্য গেলাম। ছাগল ম্যা ম্যা কইরা ডাকলে কি হবে, দাম তো হাম্বা হাম্বার মতোই।

যাউগ্গা, হটাৎ পাইলাম মনের মতো ছাগল। দামদর কইরা ও দেখলাম ঠকতাছি না। অকশেষে ৬০০০ টাকা দিয়া কিনা ফালাইলাম আমাদের সেই পছন্দের ছাগলরাজ কে। আমাদের খুশি আর কে দেখে। পাচজন এক ছাগল নিয়া রওনা দিলাম।

হাট থেকে বের হয়েই সবার খিদা লেগে গেল। চা, বিড়ি, কলা, কোক কোনো আইটেমই বাদ রাখি নাই। একজন ছাগলরাজ কে কলার খোসা খাবার জন্য দিলো। ওমা আমাদের ছাগলরাজ দেখি কলার খোসা খায়না। আমরা অবাক।

দুনিয়ার একমাত্র ছাগল দেখি আমাদের কপালে, যে কিনা কলা খোসা খায়না। আমরা তো মহা খুশি, এক্সেপশনাল একটা ছাগল কিনলাম। হটাৎ এক দোস্ত অন্যপাশ দিয়া কলার খোসা ধরতেই ছাগলটা সাথে সাথে খেয়ে ফেলল। আরে এ কি অবস্থা, একদিক দিয়া দিলে খায়, আরেক দিক দিয়া দিলে খায়না, ব্যপক ছাগল কিনলাম মনে হয় হটাৎ দোকানদার আসল মাজেজা বের করল। বলল, ভাইজানেরা দেখি কানা ছাগল কিনছেন এক চোখ তো কানা আমাগোর অবস্থা আর কইলাম না।

বুঝলাম, এইটা ছাগল হোক বা না হোক আমরা যে ছাগল হইছি এই ব্যপারে কোনো সন্দেহ নাই। তারাতারি হাটে গেলাম, গিয়া দেখি ঐ ব্যপারী নাই (ব্যপারী থাকবনা এইটা সন্দেহ করছিলাম) কি আর করা, এই ছাগল নিয়াতো যাওয়া যাবে না, মানসম্মনের ফালুদা হয়ে যাবে, অবশেষে বুদ্ধি বাইর কাইরা, আরেক ছাগলের কাছে (আমাদের মতো মানুষ ছাগল) ৬১০০ টাকায় বিক্রি কইরা , তারাতারি বাসায় চইলা আসলাম। বাসায়, ফাপর মারলাম, এই দেখ দিছিলা ৬০০০ টাকা, ফেরৎ দিলাম একশ টাকা বেশি, যাও গিয়া তোমরা ছাগল কিনো, আমরা কিনলে দেখা যাবে বলবা পছন্দ হয়নাই , এতসব রিস্ক নিতে পারবনা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।