Never argue with idiots. They bring you down to their level and then beat you with experience
যুক্তরাষ্ট্রে প্রশিক্ষুণপ্রাপ্ত একটি বেলুগা তিমির স্বর প্রায় মানুষের মতো হয়ে উঠেছে। তিমির স্বরে মানুষের কণ্ঠস্বরের মতো শব্দ শুনে বিস্মিত হয়েছেন বিজ্ঞানীরা। এখন পর্যন্ত একমাত্র ডলফিন ছাড়া আর কোনও প্রাণীকেই প্রশিক্ষণ দিয়ে মানুষের কথার শব্দ নিখুঁতভাবে ও এত বেশি সময় ধরে নকল করা শেখানো যায়নি বলে বিবিসি জানিয়েছে।
নয় বছর বয়সী এ বেলুগা প্রজাতির তিমিটির নাম এনওসি। এনওসির স্বরের রেকর্ডকৃত অংশে দেখা যায়, তিমিটি পাশ্চাত্য সঙ্গীত সারগামের অক্টেভ প্রায় আয়ত্ত করে ফেলেছে।
তবে তিমির উৎপন্ন শব্দটি কোত্থেকে আসছে তা নিয়ে রহস্য রয়ে গেছে। বেলুগা তিমিদের সৃষ্ট ধারাবাহিক উচ্চতরঙ্গের শব্দের জন্য তাদের ‘সাগরের ক্যানারি’ বলে ডাকা হয়। তিমিদের মানুষের মতো শব্দ উৎপন্ন করার কথা এর আগে শোনা গেলেও কেউ এর রেকর্ডকৃত কোনও প্রমাণ হাজির করতে পারেনি। ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল মেরিন ম্যামাল ফাউন্ডেশনের এক ডুবুরি একদিন ডুব দিয়ে উঠে জিজ্ঞেস করেন, ‘কে আমাকে যেতে বলল?’ পরে ওই শব্দের উৎস হিসেবে এনওসি-কে শনাক্ত করে তার স্বর রেকর্ড করা হয়।
এনওসির স্বরের রেকর্ড বিশ্লেষণ করে দেখা যায় তা তিমির চেয়ে মানুষের স্বরের সঙ্গেই বেশি মিলে যায়।
ন্যাশনাল মেরিন ম্যামাল ফাউন্ডেশনের প্রধান স্যাম রিজওয়ে বলেন, আমাদের পর্যবেণ বলে মানুষের মতো শব্দ উৎপন্ন করার জন্য তিমিটিকে তার স্বর তৈরির কলাকৌশলের উন্নয়ন করতে হয়েছে। আমরা যে শব্দ শুনেছি তা বেলুগা তিমির স্বরশীলনের এক পরিষ্কার উদাহরণ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।