আমাদের কথা খুঁজে নিন

   

হলমার্ক-কে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া উচিত ।

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না পাতিল বিক্রেতা তানবীর ও পিয়নের মেয়ে জেসমিন হল : হলমার্ক এর কর্ণধার। পত্র/পত্রিকায় ব্লকে তাদের নিয়ে অনেক লেখা-লেখি হচ্ছে। লেখা ও পত্রিকার প্রতিবেদন পড়ে আমার মনে হচ্ছে-হলমার্কের কর্ণধারদের অতীত কর্মকান্ডের জন্য তাদের সাজা না দিয়ে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া উচিত। তার কারণ হলোঃ- (১) যে ব্যক্তি পাতিল বিক্রেতা হতে নিজ কর্মকান্ডের জন্য দেশ ও দেশের বাহিরে আলোচিত হচ্ছে নিশ্চয় তার কোটিপতি হওয়া এবং তার অধীনে বহু লোকের কাজের সুযোগ সৃষ্টি হওয়া দোষের কিছু নয় (২) কারন তিনি যে প্রজেক্ট নিয়ে ৩ হাজার কোটি টাকার অধীক ব্যাংক হতে লোন নিয়েছেন সেটি বাস্তবায়িত করেছে আমাদের সর্বোচ্চ ডিগ্রিধারী কতিনয় কুলাংগার ক্যাডার নামক অফিসার (৩) তারা সর্বোচ্চ ডিগ্রিধারী হয়ে এবং রাষ্ট্রীয় সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করে একজন পাতিল বিক্রেতার প্রজেক্টকে কি ভাবে ৩ জাহার অধিক টাকার লোন দিলেন ? (৪) এক্ষেত্রে কি প্রতিয়মান হয় না যে, তানভির ও তার কোম্পানী ঐ সমস্ত তথাকথিত ক্যাডার অফিসারের চাইতেও অভিজ্ঞ ? (৫) ঐ সমস্ত ক্যাডার অফিসারেরা কি আধো দেশে কোন কর্মসংস্থানের সৃষ্টি করতে পারছে ? (৬) মিঃ তানবির যদি এতো টাকা লোন না নিতো তাহলে ঐ সমস্ত কুলাংগারের এসি রুমে বসে নিশ্চয় দেশের আরো বড় ক্ষতি করতো (৭) তানবিরের কারনেই দেশের সবচেয়ে বড় দুর্ণীতির বিষয়টি জনসম্মুখে এসেছে (৮) তা না হলে তারা নীরিহ মানুষের আমানত খেয়ানত করে রাষ্ট্র তথা ব্যাংক ব্যবস্থাকে নিষক্রিয় করে দিতো না? (৯) যেহেতু হলমার্কের এসব কর্মকান্ডের জন্য ভদ্র মুখোশধারী,সর্ব্বোচ্চ ডিগ্রীধারী ও তথাকথিত ক্যাডার অফিসার বাহিনী ধরা ক্ষেয়েছে সেহেতু মনে হয় হলমার্ককে রাষ্ট্রীয় পুরুস্কার দেওয়া উচিত । শালারা এসি রুমে বসে শুধা হলমার্ককেই নয় এইরুপ আরো বহু দুর্ণীতির সাথে জড়িত । কাজের হলমার্ককে রাষ্ট্রীয় পুরস্কুর দিয়ে ঐ কুত্তাদের যাবতীয় সহায় সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া উচিত নয় কি ? আপনার মতামত কি?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।