আমাদের কথা খুঁজে নিন

   

মহা প্রস্থানে চির বাঙ্গালী সূনীল গঙ্গোপাধ্যায়।

ধিক ২০১২ সাল! আবারো নক্ষত্রের পতন ঘটলো বাংলা কথাসাহিত্যে। চির বিদায় নিলেন বাংলা কথাসাহিত্যের আর এক মহান কথক নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায়। মাত্র কয়েক মাসের ব্যাবধান.... বাংলা কথা সাহিত্যের দুই দিকপাল চলে গেলেন না ফেরার দেশে । এতো সল্প সময়ের ব্যাবধানে এতবড় ধাক্কা শেষবার কবে বাংলা ভাষা ও বাংলা ভাষাভাষি পাঠকরা কবে অনুভব করছেন মনে পরে না। সুনীল আপনি সব সময় বলতেন বাঙ্গালীর কথা, বাংলা ভাষার কথা, বাঙ্গালীত্বের কথা।

ছুয়ে ছেনে বাংলা অক্ষরে তুলে আনতেন বাঙ্গালীর মধ্যবিত্তের সুখ দুঃখ ,প্রত্যাশা, অপুর্নতার কথা তাদের প্রেম অহংকার আর ভালোলাগার কথা তাদের ক্ষুদ্রতার কথা। সর্বপরি বাঙ্গালীর গভীর জীবনবোধের কথা। আপনার লেখায় বারবার উঠে আসা বাঙ্গালীর এই গভীর জীবনবোধের মধ্যে দিয়ে আমরা আপনাকে অনুভব করবো, আপনার রেখে যাওয়া চরিত্রদের মধ্যে দিয়ে আপনাকে অনুভব করবো। আপনার এই বাঙ্গালীপনাকে বাংলাদেশ তথা পৃথিবীর সমস্ত বাংলা ভাষাভাসি মানুষ অনুভব করবে অন্তত যতদিন বাংলা ভাষা ছাপার অক্ষর মুদ্রিত হবে। শুধু আমাদের একটাই অপ্রাপ্তি যে বাংলাদেশকে আপনি নিয়ত আপনার নাড়ীতে অনুভব করেছেন সেই স্বাধীন বাঙ্গালী জাতি রাস্ট্রের নাগরিকত্ব প্রদানের সম্মানটুকু আপনাকে দেয়ার সুযোগ আমাদের হলো না বিদায় চির বাঙ্গালী সূনীল গঙ্গোপাধ্যায়।

যেখানেই থাকুন জানি সুখে দুখে বাঙ্গালিত্ব নিয়েই থাকবেন আপনি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।