আমাদের কথা খুঁজে নিন

   

~~~ পৃথিবীতে স্বর্গ যদি থেকে থাকেঃ চলুন ঘুরে আসি বোরা বোরা আইল্যান্ড ~~~

কলম চালাই ,এইগুলো লেখার পর্যায়ে পরে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে :) ব্লগের বয়স বছরের উপরে দেখালেও নিয়মিত লিখছি ১৭ আগস্ট ২০১২ থেকে :) পাখির চোখে বোরা বোরা আইল্যান্ডঃ আইল্যান্ড এবং রিসোর্ট ভিউঃ বোরা বোরা প্রশান্ত মহাসাগরের একটি সোসাইটি দ্বীপ, যা বিশ্বের সবচেয়ে সুন্দর ও বিলাস বহুল জায়গাগুলোর একটি হিসাবে প্রখ্যাত। বোরা বোরা honeymooner দের এর জন্য জনপ্রিয়। তাহিতিতে অবস্থিত এই সৈকতটি নব-দম্পতিদের মধুচন্দ্রিমা যাপনের জন্য একটি আদর্শ স্থান হিসেবে খ্যাতি লাভ করেছে। সর্বোত্তম সুযোগ-সুবিধাসহ এটি বিশ্বের অন্যতম শান্ত ও সুন্দর সৈকত হিসেবে স্বীকৃত। ফ্রেঞ্চ পলিনেসিয়ার সৌন্দর্য আবিষ্কার করুন উইন্ডসারফিং, স্কুবা ডাইভিং, জেট স্কি, স্নরকেল ও সাঁতার কাটার সাথে সাথে।

বোরা বোরা আইল্যান্ডে কি কি সুযোগ সুবিধা পেতে পারেন , তার লিস্ট দিয়ে কোন লাভ নেই । কারণ আধুনিক বিশ্বে পাওয়া যায় এমন সব সুযোগ সুবিধার সবই পাবেন এখানে । প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপে একটা কাঠের ঘরে বসে আছেন। আপনার মাথায় পেছনে সবুজ পাহাড়, পায়ের নিচে ধবধবে সাদা বালি, সামনেই সাগরের স্বচ্ছ পানি আর ভেসে আসা হু হু বাতাস। বোরা বোরা দ্বীপ এর সৌন্দর্য ভাষায় বোঝানোর সামর্থ্য মনে হয় নেই।

আছে বাংলো , ভিলা , কটেজ , হোটেল , ওয়াটার ভিলা ইত্যাদি । আপনি আপনার সামর্থ্য অনুযায়ী বেছে নিতে পারেন আপনার পছন্দের আবাস্থল । এখানে আছে পৃথিবীর নামকরা সব হোটেলগুলিই । নিচে তার কয়েকটির ঠিকানা দেওয়া হলঃ Luxury Hotels, 4, & 5 Star Resorts Bora Bora Pearl Beach Resort & Spa BP. 169, 98730 Vaitape - Bora Bora Telephone- (689) 50.84.53 Fax- (689) 43.17.86 Le Meridien Bora Bora B.P 190, 98730 Vaitape - Bora Bora Telephone- (689) 60.51.51 Fax- (689) 60.51.52 St. Regis Resort, Bora Bora B.P. 506, 98730 Vaitape - Bora Bora Telephone- (689) 60.78.88 Fax- (689) 60.78.60 Bora Bora Nui Resort & Spa B.P. 502, 98730 Vaitape - Bora Bora Telephone- (689) 60.33.00 Fax- (689) 60.33.01 Sofitel Bora Bora Marara Beach Resort B.P. 6, 98730 Vaitape - Bora Bora Telephone- (689) 60.55.00 Fax- (689) 67.74.03 Sofitel Bora Bora Motu Private Island B.P. 516, 98730 Nunue Vaitape - Bora Bora Telephone- (689) 60.56.00 Fax- (689) 60.56.66 Intercontinental Bora Bora Resort & Thalasso Spa Motu Piti Aau, B.P. 156, 98730 Vaitape - Bora Bora Telephone- (689) 60.76.00 Fax- (689) 60.76.99 Four Seasons Resort Bora Bora Motu Tehotu, B.P. 547, 98730 Vaitape - Bora Bora Telephone- (689) 60.31.30 Fax- (689) 60.31.40 Club Mediterranee Bora Bora (Club Med) B.P. 575, 98713 Papeete - Tahiti Telephone- (689) 60.46.04, Fax- (689) 42.16.83 Mid-Range: 2 & 3 Star Hotels, Motels, & Family Run Pensions Le Matai Polynesia Bora Bora B.P. 505, Vaitape - Bora Bora, Telephone- (689) 60.30.00 Fax- (689) 67.66.03 Rohotu Fare Lodge (FHO) Povai Bay B.P. 400, 98730 Vaitape - Bora Bora Telephone-(GSM)- (689) 70.77.99 Accept Visa and Mastercard Hotel Matira Matira Beach, B.P. 31, 98730 Vaitape - Bora Bora Telephone-(GSM)- (689) 67.70.51/ 60.58.40 Fax-(689) 67.77.02 Lagoonside. Total capacity: 14 units. Distance to ferry dock: 7 km, distance to airport: 30 minutes by boat. Accept AmEx, Visa, Mastercard, Diners and JCB Bora Vaite Lodge (PFA) Faanui, B.P. 197, 98730 Vaitape - Bora Bora Telephone- (689) 67.55.69, Fax- (689)67.55.79 G.S.M.-(689) 73.57.71 No credit cards Mai Moana Island (PFA) Motu Mute Iti B.P. 164, 98730 Vaitape - Bora Bora Telephone- (689) 67.62.45/ (GSM)- (689) 70.77.99 Accept Visa Village Temanuata Iti (PHF) Matira Point B.P. 544, 98730 Vaitape - Bora Bora Telephone- (689) 67.75.61, Fax- (689) 67.62.48 4 bungalows located opposite Matira beach Accept Visa and Mastercard Village Temanuata Beach (PHF) PK 9, Matira Point B.P. 544, 98730 Vaitape - Bora Bora Contact: Mr. Jacques Saint Telephone- (689) 67.75.61, Fax- (689) 67.62.48 Mobile- (689) 70.93.33 11 mid-range bungalows include beach, garden, family, and deluxe styles. Accept Visa and Mastercard Budget: Pensions, Lodging in Private Homes, Camping Pension Lagoonarium B.P. 56, Vaitape - Bora Bora Telephone- (689) 67.71.34 Fax- (689) 67.60.29 Contact: Mrs. Claudine TEHEIURA Accept Credit Cards Chez Rosina (PFA, FHO) PK 45, Povai bay B.P. 51, 98730 Vaitape - Bora Bora, Telephone/ Fax- (689) 67.70.91 7 Rooms on the mountain side. Lounge, shared equipped kitchen, shared bathroom, (hot water), household linens supplied, round trip transfers provided. No cards Chez Robert et Tina (PFA) *Backpackers/ Roaming Surfers Choice Located at the end of Matira Point 98730 Vaitape - Bora Bora Island. Telephone/ Fax - (689) 67.63.55, Fax-(689) 67.72.92 G.S.M- (689) 79.22.73/ 73.53.89 ? number of rooms on beach at the end of beautiful Matira Point, communal equipped kitchen, bathroom, (cold water), House linens available, Round trip transfers not included. Accept Mastercard and Visa Le Paradis (PFA) Located on Motu Paahi, B.P. 243, 98730 Vaitape - Borabora Telephone- (689) 67.75.53, Fax-(689) 67.73.60 7 "fare" and 1 private on a private motu, next to airport and ferry dock. Restaurant, outside communal bathrooms (cold water), House linens furnished. Round trip boat transfers to the motu are included. Boat transfers to other locations available at a nominal fee. Accept Visa and Mastercards Pension Rosine Masson (CHO) PK 8, Matira Point, B.P. 33, 98730 Vaitape - Borabora Telephone/ Fax- (689) 67.72.04, G.S.M.-(689) 72.76.66 Accept Visa, Mastercard, Diners and JCB Chez Nono (CHO) *Backpackers/ Roaming Surfers Choice PK 8, Matira Point B.P. 282, Vaitape - Bora Bora Telephone- (689) 67.71.38 Fax- (689) 67.74.27 6 rooms, 4 bungalows, including 2 family units on beach. Rooms have communal equipped kitchen, bathrooms, (hot water), House linens furnished. Bungalows have private bathrooms, (hot water), fans, house linens furnished. Round trip transfers are minimal cost. Accept Visa, Mastercard Pension Blue Heaven Island (PFA) Motu Paahi B.P 751, 98730 Vaitape - Bora Bora Telephone (GSM)- (689) 72.42.11 No cards accepted Pension Anau- Chez Teipo (FHO) PK 12, Anau, B.P. 270, 98730 Vaitape - Bora-bora Telephone- (689) 67.78.17, Fax- (689) 67.73.24 5 "fares" beside lagoon next to Club Med, 30 minutes from ferry dock. Equipped kitchens, private bathrooms, (cold water) , House linens furnished. Round trip transfers included. Accept Visa, Mastercard চারিদিকে প্রশান্ত মহাসাগরীয় সুনীল জলরাশি আর উন্মুক্ত আকাশ , তার মাঝে সজল সবুজাভ নারকেল গাছ আর বনময় ঘেরা সাদা ধবধবে বালি নিয়ে গঠিত দ্বিপটি আসলে একটি আগ্নেয়গিরি । তবে ভয় নেই ।

এটা নিষ্ক্রিয় , বলে যেতে পারে মৃত । দ্বীপের কেন্দ্রে দুটি সুউচ্চ পর্বত রয়েছে । ওদের নাম যথাক্রমে মাউন্ট পাহিয়া/ফাহিয়া এবং মাউন্ট ওটেমানু । পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়াটি ৭২৭ মিটার বা ২৩৮৫ ফিট উঁচু । পর্বত দুটি এবং দ্বীপের শক্ত পাথুরে গঠন প্রশান্ত মহাসাগরের অতল জলরাশির মধ্যেও দ্বীপটিকে টিকিয়ে রেখেছে লক্ষ কোটি বছর ধরে নির্ভয় , নির্ভার এবং অচল ।

আপনি চাইলে ওদের ওয়েব সাইটে গিয়েও বুকিং দিতে পারেন। এখন আমার লুল ভ্রাতাদের জন্য কিছু ছবি উৎসর্গ করলামঃ আপুরা স্ক্রোল করুন আপনাকে বোরা বোরায় স্বাগতম ভ্রাতা হিক হিক হিক যেভাবে যাবেনঃ আপনাকে প্রথমে যেতে হবে তাহিতি । ওখান থেকে বোরা বোরা ফ্লাইট ধরতে হবে , এখানে শুধুমাত্র এয়ার তাহিতি পাবেন । ওখান থেকে এয়ার তাহিতি আপনাকে নিয়ে যাবে মোটু মূটূ এয়ার পোর্টে । সেখান থেকে বোটে করে আপনার রিসোর্টে চলে যাবেন ।

বোরা বোরা দ্বীপও প্রশান্ত মহাসাগরে; এবং দ্বীপটির অবস্থান তাহিতি দ্বীপের ২৬০ কিলোমিটার উত্তরপশ্চিমে। ফ্রেঞ্চ পলেনিশিয়া বলে একটা কথা আছে। মানে ফরাসি নিয়ন্ত্রনাধীন প্রশান্ত মহাসাগরের কিছু দ্বীপ। সেরকম বোরা বোরা দ্বীপটিও ফ্রাঞ্চের ওভারসীজ টেরটরির অর্ন্তগত। বোরা বোরা ছোট দ্বীপ।

মাত্র ৩৯ স্কোয়ার মাইল-তাতেই সব সৌন্দর্য নিহিত। বোরা বোরা মানে: ‘প্রথম জন্ম। ’ খরচঃ TOP END From $251.00- 900.00+/ night MID-RANGE From $81.00- 250.00/ night BUDGET / CAMPING From $12.00 (camping)- 80.00/ night উপরে তিন শ্রেণীরই কিছু হোটেল / রিসোর্টের ঠিকানা দেওয়া আছে আরও জানতে ক্লিক করুন উইকিপিডিয়া ট্রিপ অ্যাডভাইজার  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।