আমাদের কথা খুঁজে নিন

   

“ সহস্র শ্বাপদের নখর থেকে”

যদি ঠাঁই দিলে তবে কেন আজ হৃদয়ে দিলে না প্রেমের নৈবদ্য আমি অন্ধকার পৃথিবীর অন্ধকার জগৎ দেখেছি। জনপদ হতে জনপদে, লোকালয় হতে লোকালয়ে মানবাধিকারকে পদদলিত হতে দেখেছি, হায়েনাদের হিংস্রতা দেখেছি, উন্মত্ত শ্বাপদের উন্মাদনা দেখেছি, ধ্বংসস্তূপের পাদদেশে ওদের পৈশাচিক উল্লাস দেখেছি, আমি বারংবার ‘স্ট্যাচু অব লিবার্টির’ কদর্য রূপ দেখেছি! তেলের জন্য দজলা ফোরাতকে লালে লাল হতে দেখেছি, বস্তুবাদী সভ্যতার পোশাকি জৌলুশের আড়ালে মানবিকতার হতশ্রী দশা দেখেছি! বলিভিয়ার অরণ্যে বিপ্লবী তরুণকে অভিশপ্ত বুলেটের আঘাতে লুটিয়ে পড়তে দেখেছি! তার শোষণমুক্ত পৃথিবী গড়ার স্বপ্নকে ধূলায় মিশে যেতে দেখেছি! আমি ব্যক্তিত্বের সংঘাত দেখেছি। সভ্যতার অশ্লীল অসভ্যতা দেখেছি। সুপার-কনজ্যুউমারিজমের অদৃশ্য শৃঙ্খলে মানবাত্মার বন্দীদশা দেখেছি, ফ্যাসিবাদী বুর্জোয়াতন্ত্রের অসহ্য জয়োল্লাস দেখেছি, আর তামাম দুনিয়া জুড়ে দেখেছি হতদরিদ্রদের হৃদয়ের রক্তক্ষরণ!! এ পৃথিবী আজ আর আমাদের নয়, এ পৃথিবী আজ আর গণমানুষের নয়, এ পৃথিবী কেবলি সমাজের ব্লুব্লাডদের ভোগের উপচার এ পৃথিবী আজ কিছু ধূর্ত শিয়াল আর শকুনের আড্ডাখানা, আর ম্যাকিয়াভেলির ন্যায় কিছু ধান্দাবাজ বুদ্ধিজীবীর এক্সপেরিমেন্টাল ল্যাবরেটরি! আজ আর কোন ভ্রান্তিবিলাস নয়, আজ আর কোন সুখস্মৃতি রোমন্থন নয়। আজ আর কোন আনন্দের উপাখ্যান নয়, দুঃখ বেদনার জয়গান গেয়েই আজ আমি অশুচি পৃথিবীকে শুচি করবো........ রোমান্টিসিজম আর আবেগের নিবিড় সংশ্লেষে আজ আমার চোখে-মুখে নতুন পৃথিবী গড়ার প্রত্যয়! প্রেমের চেয়েও সুন্দর আগামী পৃথিবীর স্বপ্নময় মানচিত্র! যেখানে মুক্তজীবনের বর্ণিলতায় অনেক বর্ণের রেখাঙ্কন, যেখানে রক্তাক্ত রিভোলিউশনের দীপশিখার প্রজ্বলনে চলে গণশক্তির নব উদ্বোধন! প্রেমিকার হাতের লাল গোলাপের চেয়ে অনেক বেশি স্নিগ্ধময় মনে হয় কলমের ডগা হতে নিক্ষিপ্ত সংগ্রামী লাভা! প্রেয়সীর চাহনির দিকে চাকিয়ে থাকার চেয়ে অনেক বেশি রোমান্টিক মনে হয় একটি পরিবর্তিত সমাজব্যবস্থার স্বপ্ন দেখা- মানুষের স্নায়ুতন্ত্রকে আজ তাই নতুন করে বুনতে চাই, মানবিক অনুভূতির ব্যঞ্জনায় আর প্রবল অনুরাগের ছোঁয়ায় এনে দিতে চাই জীবনের নতুন অর্থ, নতুন সুর, নতুন আলোড়ন! .......“ সহস্র শ্বাপদের নখর থেকে” কাব্যগ্রন্থ ‘দ্রোহের নীল প্রহর”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।