আমাদের কথা খুঁজে নিন

   

।। পল্লবীর প্রতি ।।

বাঙলা কবিতা যদিও না ওঠে হাওয়া, দুলে উঠো তরুণ পল্লবী; এবার বসন্ত যদি শীতকালে লেপের অন্তরে শুয়ে থাকে, আলস্যে না ওঠে আর, তবু তুমি মেলে দিও কলির বাসনা কে কোথায় পথ ভুলে চলে গ্যালো বেগানা শহরে ওসব তুচ্ছকে ধ'রে বিমর্ষ থেকো না অনর্গল মঞ্জরি মেলে ধোরো, ফোটাইও যন্ত্রণা! বসন্ত কি পাষণ্ড পুরুষ, নাকি ভ্রান্ত রমনী? ভেবে, স্বাস্থ্য নষ্ট কোরো না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।