আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনই,তুমি কি অপরুপ রুপে বাহির হলে জননী স্কুলে প্রথম যখন ভর্তি হলাম,সৈকতের ঝন্ত্রণায় থাকতে পারতাম না। খোঁচানো,চিমটি কাটা,চুল টেনে দেওয়া আর নাম ভেংগিয়ে "ঝোকার নাইন" ডাকাতো আছেই। আমি পালটা ডাকার মত কিছুই পেতাম না। বদের হাড্ডিটা এখন কোথায় আছে কেমন আছে বলতে পারবো না।
সিক্স এ ভর্তি হলাম
যখন তখন পরিচয় সাখাওয়াত এর সাথে।
প্রচুর ভাববাদী ছেলে,সারাক্ষণ ভাবের উপর থাকতো। এমন বন্ধুত্ব হল যে দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে মারামারিও করেছি। স্কুলে ছিলাম মানিক-রতন। দুজ়নেরই ডাক পড়তো গান গাওয়ার জন্য। সাকা(আদুর করে রাখা) এখন খুব বিজি ইউনিলিভারের হিজিবিজি কাজ নিয়ে।
অন্যদিকে তাকানোর টাইমটাও কিনে নিয়েছে মাল্টিন্যাশনাল কোম্পানি।
হাসিব ভাই নিজের হাতে ধরে আমারে ফেসবুক এ একাউন্ট খুলাইছে। আমরা ক্লাস টেন থেকে জিগারে দুস্ত !!আমার মহামান্য হাকা(সংক্ষিপ্ত) ভাই নিজের ফেসবুক একাউন্ট বন্ধ রাখছেন,জুকারবার্গ যেন বড়লোক হতে না পারে।
অতি সম্প্রতি ফেসবুকে আমার ফ্রেন্ড সংখ্যা ৬৫০+ হইছে !!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।