প্রতিদিনিই চিন্তা করি গতকাল আমি একটা ইডিয়ট ছিলাম যেমনেই হোক ৬ আমার লাগবই। সমস্যা রিডিং আর লিসেনিং এ। গড়ে আমি ৪০ টা প্রশ্নে ২০-২২ টা কারেক্ট করতে পারি রিডীং এ। ফলস আর নট গিভেন এই ক্যাচাল লাগে বেশী । লিসেনিং এও একই অবস্থা।
আডিও শুনতে গেলে
এনসার আর বাইর করতে পারিনা আবার এনসার খুজতে থাকলে ঐদিক দিয়া অডিও মিস কইরা ফালাই । স্পিকিং এ কোন সমস্যা নাই । রাইটিং পারব। যারা আইএলটিএস পরীক্ষা দিছেন একটু আশার আলো জ্বালান। ঈদের পর পরীক্ষা দিব চিন্তা করতাছি।
আর কত বাক্স লাগে একটু জানাইয়েন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।