আমার না বলা যত কথা কান পেতে শোনো, বুকের বামপাশে ধক্ ধক্ করে যে হৃদপিণ্ড আনুষ্ঠানিক ভাবে তার আজ যবনিকাপতন--- কান পেতে শোনো, সেখানে এখন হু হু কান্নার শব্দ--- জানি শুনতে পাবে না, কারণ তুমি এখন বাঁধভাঙা ঢেউ এ’কূল-ও’কূল দু’কূল ছাপিয়ে আছড়ে পড়বে নির্ভরতার শক্ত কোনো দেয়ালে! চোখে রঙিন স্বপ্ন নেশায় মত্ত বেসামাল দেহ স্বর্ণলতার মত জড়িয়ে ধরবে নজরকাড়া নতুন হৃদ দরজা! তোমাকে নিয়ে অহংকারের ছিল না শেষ সব চুরমার করে ভেঙে দিয়েছ এক পশলা বৃষ্টির ঝাপটায় বন্ধুরা বলতো “ও’পথে পা বাড়াস নে”; তাদের কথায় করিনি ভ্রূক্ষেপ আজ আমি যে পথেই হাঁটি সে পথ হয়ে যায় ধূধূ মরুভূমি--- কান পেতে শোনো, হৃদয়ের পাড় ভাঙার শব্দ; দুলছি আমি, দুলছে হৃদয়, আমি যেন মাঝ নদীতে ভেসে বেড়ানো দোলনা।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।