আমাদের কথা খুঁজে নিন

   

লিমা(রুমান্টিক গল্প)

মনটা ভীষন খারাপ। লিমাকে ভাল লাগা বা ভালবাসার কথাটি মুখ ফুটে বলা হয়নি। বলতে পারছি না। ওর সামনে গেলে পা কাঁপে আমার। শরীর কাঁপে।

হৃদস্পন্দন বেড়ে যায়। অথচ অনেক সাহসী আমি। ওকে দেখলে আমি পানি হয়ে যাই। আমার হয় না আসে না। ওর চেয়ে মায়াবী মুখ আমি আর দেখি নাই কারও।

ওর কথা বলা্ ,ওর হাসি আমাকে বিমোহিত করে । মুগ্ধ করে। মনে হয় গালটা টিপে দিই। কাছে বসে একটু আদর করে দিই। বুকের মধ্যে জড়িয়ে ধরি।

অনেকক্ষণ ধরে থাকি। বুকটা আমার খা খা করে উঠে। ওকে ছাড়া বাঁচি কিভাবে? আমি ভয় পাই। দারুন ভয় পাই। ওকে হয়তোবা অনেকেই ভালবাসে।

কিংবা ও যদি কাউকে ভালবাসে। এ কথাটি জিজ্ঞাসা করার সাহস পর্যন্ত পাই না। যদি বলে হা ভালবাসি অনেক । খুব ভালবাসি। এই ভয়ে জিজ্ঞাসা করিনা।

মনকে প্রবোধ দেই। খোলা আকাশের দিকে তাকাই। আকাশটা কত বড়। যদি আকাশ হতাম। আকাশের বিশালতা নিয়েই ওকে চাইতাম ও আমাকে না বলতে পারতো না।

কেন যে আকাশ হলাম না। আমার হৃদয়টা কিন্তু আকাশের মতই। অন্তত ওর জন্য। ওকি ঠিকমতো খাওয়াদাওয়া করে। ওর যাতায়াতে,চলাফেরায় কোন সমস্যা?ওর হরিণির চোখ বিপদ ডেকে আনতে পারে।

কিংবা ওর মায়াবী চেহারা। ওকি বুঝে না?সবার সামনে আমি স্বাভাবিক?ও এলেই আমি অস্বাভাবিক। কত কাজই তো করলাম জীবনে। আমি সেলিম। আমাকে সমীহ করে সবাই।

আমার মেধা আমার বিচক্ষণতা আমার প্রভাব অনস্বীকার্য। আমার ডাকে শত লোক জড় হয়ে যায়। আমি মানে মিঃ সাকসেস। যেখানে হাত দেই সোনা ফলে। শুধু ওকে দেখলে আমি নিঃশেষ হয়ে যাই।

লিমা তুমি আমার হবে না। এটা আমি ভাবতে পারি না। একবার মনে হয় বলি তুমি কি চাও লিমা?আকাশের তারা? সেটিও এনে দিব। তোমাকে আমি সুখি করবো লিমা। সুখ দেব,সমৃদ্ধি দিব তোমার যত্নের কোন ত্রুটি হবে না।

আদতে কিছুই বলা হয় না। এভাবেই চলছে আমার দিন। ভালবাসা নিয়ে বা্ইছি মন পবনের নাও। আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। শরৎ কালের বিদায় আসন্ন প্রায়।

নবাণ্নের উৎসব নিয়ে যে কোন সময় আসবে হেমন্ত। তারপরই ঋতুরাজ বসন্ত। অনেক গুলি বসন্ত এসেছে আবার চলেও গেছে। অনেক ফুলের ভিড়ে লিমা আমার দেখা সবচেয়ে সুন্দর আর পবিত্রটি। ওকে ছুয়ে দিলে আমি পবিত্র হয়ে যাব।

চলবে  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।