বিদ্রোহী মন আমার জেগে উঠে প্রতিনিয়ত, সব বাধা ভেঙে আবার গড়তে মন হতে চায়না বিরত। মাইয়ার নাম শীলা করে কত লীলা আমি ছিলেম বড় ভালা এখন করে শীলায় জ্বালা! চাচা আমার জান বাঁচা কিনে দে একখান খাঁচা শীলার নাকটা অনেক ভোঁচা দেখতে লাগে একখান পেঁচা! মামা দে না আমায় টাকা শীলার চোখটা অনেক বাঁকা আমায় মারে যদি ছ্যাঁকা সোজা কমড় আমার হইয়া যাইব ব্যাঁকা! দাদা দে না একটা চাদর শীলা মেয়টা পুরাই বাঁদর খালি মারে প্রেমের ফাঁপড় গায়ে পড়ে শর্টকার্ট কাপড়! নানা তুমি দিবায় কিতা অনেক গরম শীলার পিতা লাগবো একখান ছাতা ধরবে শীলার মাতা! তারপর নিরিবিলি নির্জলা আমি আর শীলা আহা!করমু কত লীলা!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।