আমাদের কথা খুঁজে নিন

   

শহর পুড়ে পাহাড় পুড়ে

আর কোন কথা নয় বুলেটের ঘায়ে ঝরে গেছে ভালবাসা মিছিলে মিছিলে দেখ রাজপথ প্রতিবাদে পেয়েছে সে ভাষা দানবীয় উল্লাসে কেঁপে উঠে মরা লাশ শারদীয় রাতে জ্বালাও পোড়াও বিবিকের ঘর উত্তপ্ত মশাল হাতে। হাজার বছরে গড়ে উঠা সভ্যতা কিসের স্রোতের টানে পিছে ফিরে বারবার মেতে উঠে বারবার নারকীয় তানে ঘর বাড়ি ভেসে যায় বিধ্বস্ত নীলিমা নাগিন ফনায় ফুলে ফেঁপে উঠে হৃদয়ের দুই কুল শ্রাবনের কান্নায়। শহর পুড়ে পাহাড় পুড়ে সবুজের বুক জুড়ে হাহাকার মায়ের বুকেতে আগুন লেগেছে পশুত্ব হয়েছে সাকার মূর্খতা বৈঠকি শালিসে পেয়েছে শিরায় শিরায় প্রাণ যৌক্তিক কিতাব ছুড়ে ফেলে নাচে কাঠ মোল্লার জ্ঞান। ধুয়াশায় ঢেকে গেছে আমাদের মুক্তির শুদ্ধির পথ নিলামে উঠেছে মায়ের শরীর পরগাছা সবুজ শপথ রক্তের হুলি খেলা খাপ খোলা তরবারি কাঁপছে নগর শামুকের মত গুটিয়ে পড়েছি ভুলে গেছি আপন ও পর। পোড়া দেবতার গন্ধ বাতাসে শকুনের ঠোঁটে লালা ঝরে মানুষের মাথায় ধুরন্ধর শয়তান বিক্ষোভ করে বিবেকের দোয়ার বন্ধ করে কষে যায় শয়তানি আঁক শকুনের দোয়ায় মানুষ মরে খুশিতে ভূষণ্ডির কাক। দ্বী-প্রহরে পিশাচের ডাক কাঁচের গেলাসে সরাবি চিয়ার ধর্ষিত লুণ্ঠিত দেশ বেশ্যার ঠোঁটে চোরাই বিয়ার সারাদেশে গোবর্জনা কোকিল কণ্ঠে কাকের হাকডাক হায়েনারা বেড়ায় দাপটে বাঙালির বাঙালী'না ফাক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।