আমাদের কথা খুঁজে নিন

   

আমার এত চুল পড়ে ক্যান???

আমি যা আছি তাই ভালো। :) সকালের দিকে ঘুমাইতে ঘুমাইতে একটু অপারেটিং সিস্টেম এর মেইন মেমরী ,ভারচুয়াল মেমরী এই সব জিনিস পাতি পড়তে পড়তে আমার মেমরী লস হবার দশা হইলো ঠিক তখনই আম্মু এসে ছোট বাবুদের মত এসে বলতে লাগল আমার একটু মাথা আচড়িয়ে দাও না। একে্তো আম্মু এমন আদুরে কন্ঠে বলতেছিল,তারউপর এত দিন পর বাসায় আসছি,চিরুনি না নিয়ে আর পারলাম না। আম্মু প্রায়ই অভিযোগ করে আম্মুর সব চুল উঠে যাচ্ছে। যাই হোক,আমি মাথায় হাত দিয়েতো পূরাই টাশকিতো।

আম্মুর টোটাল চুলএর তুলনায় আমার আমার চুল ১/৩। :-O চুল পড়তে পড়তে এমন বাজে অবস্থা,অথচ আম্মুর নিশ্চয়ই আমার এজ এ দীঘল কালো কুন্তল ছিল। আমারো এক সময় যে দীঘল চুল ছিল না তা নয়,মাথায় চুল উথাল পাথাল করত। তখন ক্লাস ফোর কি থ্রি তে পড়ি। একদা সন্ধায় আম্মু বলল ,’মোম বাতিটা নিয়ে আসো তো মা’।

আমিও তখন নাচতে নাচতে উপুড় হয়ে মোমবাতি উঠাতে গেলাম। আমি যে এক মস্ত গাধা তার প্রমাণ সাথে সাথে পেয়ে গেলাম। চুলে দাউ দাউ করে আগুন ধরে গেল। :'( ফলাফল,পরেরদিন পুরা মাথা ফাকা । এই চুল হারানোর দুঃখ আমি জীবনেও ভুলবনা।

এরপর আর কয়েকবছর চুল বড়ই করিনি। আব্বু একদিন ডেকে বলল,মা,মেয়েদের চুলই হচ্ছে ভূষণ। কি আর করা। আব্বুর মন রক্ষা করার জন্য চুল বড় করিতে থাকিলাম। কিন্তু ধীরে ধীরে চুলের অনুপাত পড়াশুনার প্রেশার আর রাত জাগার সাথে সাথে এক্সপোনেনশিয়াল হারে কমিতে থাকিলো।

রিসেন্টলি এত চুল পড়তেছে যে আর কি বলব। আমার এখন এমন অবস্থা মাথায় হাত দিলেই মন খারাপ হয়ে যায়। শেষে না আব্বুর মত মাথায় টাক পড়ে যায়। এখন আমার কি হপে গো??? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।