আমাদের কথা খুঁজে নিন

   

আমি এখন আর স্বপ্ন দেখিনা

আর কতো রক্ত দেবে বাঙ্গালী । আমি এখন আর স্বপ্ন দেখিনা (২০০৫ সালে নেত্রকোণায় জেএমবি বোমা হামলায় শহীদ সংস্কৃতিকর্মী শুদিপ্তা পাল শেলীকে উৎসর্গ ) আমি এখন আর স্বপ্ন দেখিনা স্বপ্নগুলোকে শ্মশানে পুড়িয়ে এসেছি । সেদিনও পূবে সূর্য উঠেছিল নব বধূর প্রাতস্নান ঠাকুর পূজো কর্মস্থল - সবকিছুই ঠিকঠাক ছিল । শুধু যেখানটায় মানবতার পূজো হতো সেখানে ঈগলের দাবদাহ । অতঃপর, একটা স্বপ্ন ভঙ্গঃদাঁতাল জন্তুর বিষাক্ত কামড়ে আমার বোনের মৃত্যু । আমি এখন আর স্বপ্ন দেখিনা স্বপ্নগুলোকে শ্মশানে পুড়িয়ে এসেছি । বুকের ভেতর জখম অনবরত রক্তক্ষরণে দুর্বল দেহ - তবুও বেঁচে আছি নরকের মতো শহরে । আমি এখন আর স্বপ্ন দেখিনা স্বপ্নগুলোকে শ্মশানে পুড়িয়ে এসেছি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।