**তবুও কিছু কথা না বলাই থেকে যায়** সব সময় আমার মধ্যে একটা ব্যাপার কাজ করে সেটা হচ্ছে যখন যা ইচ্ছা করবে আই মিন কোন কিছু বানানো বা শিখা বা করা ঐটা না করা পর্যন্ত শান্তি পাবো না। সেটা না করা পর্যন্ত যেন পেটের ভাত হজম হয় না
যাই হোক একজন রে দেখলাম কিছু হাতের কাজ অনেক সুন্দর করে যত্ন করে বানাতে। দেখে নিজের শেখার আর লোভ সামলাতে পারিনাই। তারে বললাম শিখাতে সেও আমার চেয়েও বেশি আগ্রহ নিয়ে শিখালো।
প্রথমে ভাবসিলাম এই কাজ জীবনেও আমার দ্বারা করা হবেনা কারন সব কিছুতেই আমার আবার ধৈর্যটা একটু কম
কিন্তু উনার বিশেষ আগ্রহে অবশেষে কাজটা শিখতে স্বার্থক হলাম
এতক্ষন শুধু বক বক করেই গেলাম (আমি আবার বাঁচাল না কিন্তু ) কি কাজ শিখলাম এখন না হয় সেটা দেখাই
১ এই টিস্যু বক্স টা আমার খুব প্রিয় একজনকে গিফট করেছিলাম
২ গাঢ় সবুজ আর হালকা সবুজের সংমিশ্রন
৩ প্রথম বানানো তাই এমুন পঁচা দচা হইছে
৪ ফিরোজা আর পিঙ্ক এর কম্বিনেশন
৫
৬ সাদা কালো।
আই জাস্ট লাভ দিস। এই দুইটা কালার দিয়ে কত গুলা যে বানাছিলাম হিসাব নাই
৭ আরেকটা সালা কালো
লাল আর সাদা দিয়ে বানানো
৯ লাল সাদা আরেকটা
১০ এইটা আমার সবচেয়ে অপছন্দের একটা টিস্যু বক্স ছিলো। কারন এইটা দেখতে ব্রাজিলের পতাকার মতন লাগে। আই হেইট ব্রাজিল দ্যাটস হোয়াই এইটা নিজের কাছে রাখিনাই। গিফট কইরা দিছি
১১ বলেন তো এইগুলা কিসের ফল?হে হে কেও পারেনাই।
এইগুলা হচ্ছে পুতির ফল। নিজে বানাইছি
আপেল
আনারস
টমেটো
মূলা
স্ট্রবেরী
সবশেষে নিজের বানানো একটা স্ট্রবেরী ব্রাউনী দিলাম যার যার পিস বুঝে নেন
****এই পোস্টটা @পিকে কে উৎসর্গ করলাম। ***
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।