প্রদীপ হালদার,জাতিস্মর। ফুল ফোটা থেকে
তুমি আছো আমার পাশে।
ফুলেরা শান্ত হয়ে
গাছে ফুটে থাকে।
তুমি কত শান্ত হয়ে
থেকে গেছো আমার পাশে।
নদী কত শান্ত হয়ে
বয়ে চলে দূর দেশে।
মেঘ কত শান্ত হয়ে
ভেসে চলে আকাশ পানে
প্রজাপতি দুষ্টু হয়ে
উড়ে বসে ফুলেতে।
নদী যেমন দুষ্টু হয়ে
ভাসিয়ে দিলো বন্যা হয়ে।
বাতাস কখন দুষ্টু হয়ে
মেঘগুলোকে উড়িয়ে নিয়ে
এলোমেলো করে দিয়ে
যায় হারিয়ে নীলাকাশে।
তুমি কখন দুষ্টু হয়ে
এলোমেলো করে দিয়ে
থাকবে তুমি আমার পাশে
শান্ত হয়ে নয়কো মোটে।
বলি নি তো তোমাকে
শান্ত হয়ে থাকো পাশে।
বলি নি তো মুখ ফুটে
দুষ্টু হয়ে থাকো কাছে।
ছোট্ট শিশু দুষ্টু বলে
সবাই তাকে ভালোবাসে।
যখন তুমি দুষ্টু হয়ে
এলোমেলো করে দিয়ে
আসবে কারোর কাছে।
সেই তো তোমায় আদর করে
কাছে টেনে ভালোবেসে
হৃদয়েতে রেখে দিয়ে
ভালোবাসা দিয়ে যাবে।
তাই তো বলি তোমাকে
শান্ত হয়ে থেকো না রে।
দুষ্টু হয়ে চলে এসে
নিয়ে যাও আমাকে
তোমার হৃদয়ের অন্তরে
নয়তো তোমার দুচোখে
দুষ্টুমির দুষ্টুমিতে
ভালোবাসায় ভরিয়ে দিতে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।