আমাদের কথা খুঁজে নিন

   

শোক নয়, শাস্তি চাই

সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দ্বীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা। আর কত শোক করবে মানুষ? এবার আমরা সত্যিই শোক চাইনা, চাই শাস্তি। ভেবে অবাক লাগছে এখনো ভবন মালিক কে গ্রেফতার করা হয়নি।

কিন্তু কেন? আর কত মানুষ মরলে শাস্তি দেয়া হবে ? আর কত? পুকুর ভরাট করে নির্মাণ করা হয় অট্টালিকা। সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার মশিউদ্দৌলা বলেন, গত মঙ্গলবার ভবনের কিছু অংশের পলেস্তারা উঠে যাওয়ার পর পরিদর্শন করে এটি বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু ভবনের মালিক পুলিশের কথায় কান দেননি। Click This Link যখন কান দেননি তখন কেন তাকে গ্রেফতার করা হচ্ছেনা? আমাদের দেশের আইন কবে ঠিক হবে ? একটার পর একটা দুর্ঘটনা ঘটবে আমরা শুধু চেয়ে চেয়ে দেখব? না আর তা হতে দেয়া যায় না, জনগণ জেগে উঠবে। আমারদের দাবি ভবন মালিককে গ্রেফতার করা হোক।

শাস্তি দেয়া হোক। কাল স্বতঃস্ফুরতভাবে সকল মানুষ কে সাহায্য করতে দেখা গেছে। সেইসব মানুষদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।