আমাদের কথা খুঁজে নিন

   

আজ হতে বাংলাদেশে 3D Movie এর অধ্যায় শুরু হল। সেই সাথে আমারও 3D Movie দেখার অধ্যায় শুরু হল।

Spider-man 4 দিয়ে, আজ হতে বাংলাদেশে 3D Movie এর অধ্যায় শুরু হল। সেই সাথে আমারও 3D Movie দেখার অধ্যায় শুরু হল। এত দিন বিদেশিদের মুখে হতে শুনেছি 3D Movie দেখতে কেমন। আজ নিজের চোঁখে তা দেখে এলাম। 3D Movie হলে দেখার জন্য অপেক্ষা করছি সেই ২০০৯ সাল হতে।

২০১০ সালে বসুন্ধারা সিনে-কমপ্লেসে Avatar মুক্তি পায়। কালেরকন্ঠ অথবা প‌্রথম-আলো পেপারে প্রতিবেদনে লিখা ছিল 3D Version মুভিটি দেখানো হবে, আর 3D Version দেখার জন্য চসমা ইউজ করতে হবে। 3D Movie দেখার জন্য Varsity ক্লাস ফাকি দিয়ে গেলাম, বসুন্ধারা সিনে-কমপ্লেসে । টিকিট কাটলাম ২৫০ টাকা দিয়ে, মনে করলাম হলে ঢোকার আগে চশমা দিবে। কিন্তু কোন চশমা দিল না, মনে করলাম সিটের সাথে হয়তো 3D চশমা আছে, সেখানেও হতাশ হতে হল, তার পর মনে করলাম মুভি শুরু হওয়ার আগে দিবে, সেখানেও ফাইনালি হতাশ হতে হল।

দীর্ঘ আড়াই বছর পর সেই আশা পুরুন হল আমার। এখন মুভিটি দেখার Experience আপনাদের সাথে শেয়ার করি, হলে প্রবেশ করার আগে একটি 3D চশমা দিবে, সেই চশমা ছাড়া ছবি দখলে আপনার মনে হবে 2D version এ মুভি দেখছেন। 3D Experience এর মজা সবচেয়ে বেশি পাওয়া যায়, একশন দৃশ্য-গুলোতে। মনে হয় আপনি একশন দৃশ্যের মাঝে আছেন। মনে হয় গাড়ি আপনার ওপর দিয়ে যাচ্ছে ,বাড়ি ভেঙ্গে আপনার ওপর পড়ছে।

3D মুভি দেখে আসার পর, Computer এ মুভি দেখতে ভাল লাগছে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।