আমাদের কথা খুঁজে নিন

   

এই দূঘর্টনার পর যা যা ঘটতে পারে........

নতুন নতুন ধারণার জম্ম দিতে চাই ১. বিপুল সংখ্যক আহত শ্রমিকরা আজীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারেন এবং তাদের অনেকে হয়তো রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে দেখবো। ২. আহত অনেক বিবাহীত নারী শ্রমিকের ডির্ভোস হয়ে যেতে পারে। কারন পঙ্গু স্তীদের বয়ে বেড়ানো তাদের স্বামীদের পক্ষে সম্ভব নাও হতে পারে। ৩. এই দূঘর্টনার রাজনৈতিক রূপ অচিরেই দেয়া হবে। অথাৎ এক দল অপর দলের উপর দোষ চাপাবে। ৪. অনেকগুলো তদন্ত কমিটি গঠন হবে এবং আগ থেকেই বলা যায় কোনটার প্রতিবেদন আলোর মুখ দেখবে আবার কোনটার মুখ পৃথিবীর আলো দেখবেনা। ৫. তদন্ত কমিটি গঠন হল ফরমালিটি রক্ষা করা। ঠিকই আবার কোন এক দিন হয়তো শুনবো অমুক ভবন ধসে পড়েছে....এতো এতো লোক নিহত-আহত হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।