যা ইচ্ছে তাই ..যাই লিখে যাই.. ইচ্ছে মতো ভাবনা ছড়াই... ভাবনা গুলোও এলো মেলো...পদ্য নাকি গদ্য হলো...কে জানে তা.... সে জানা নাই.. আজ বুদ্ধিজীবিদের বাণী নেই কোনো; নেই কোনো প্রতিবাদ, সব সুকৌশল চুপচাপ, জুলু জুলু চোখের ক্ষুধার্ত হায়েনাগুলো রাত গভীরের অপেক্ষায়, কে খেতে পারে কত লাশ.. অদৃশ্য হবে সারা রাত ধরে শত কি হাজার নিরব নিথর দেহ, আর ভুরি ভোজ শেষে ঢুলু ঢুলু চোখে নিলাজ রুমালে ঠোট মুছে ওরা সকালে বলবে, লাশ ছিল মোটে একশত পঞ্চাশ!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।