আমাদের কথা খুঁজে নিন

   

১) প্রেম (প্রাপ্ত বয়স্কদের জন্য)

তুমি একটি কাবিতা তা আমি আবৃত্তি করি তুমি একটি সঙ্গীত আমি তা গাই তুমি খাদ্য আমি খাই তুমি মধু আমি তা লেহন করি তুমি ফুল আমি কালো ভ্রমর পরাগরেনু মেখে দিই তোমার গায় তুমি মখমলের পোশাক আমি তা পরিধান করি তুমি স্রষ্টা আমি তোমাকে দিয়ে সৃষ্টি করি তুমি ছাড়া আমি কিছুই নই অচল অসার তুমি আমি মিলে পরিপূর্ণ সৃষ্টি মহান স্রষ্টার। ২।কাম মনটা আমার বিচলিত কোন এক রমনীর কথা ভেবে কৃষ্ণ ভ্রমরটা যেমন ব্যাস্ত মধু আহরনে পুস্প বক্ষে সুতীক্ষ্ণ চুম্বনে শোষনে লেহনে আমিও তার সমস্ত রূপ যৌবনে পরাগরেণু মেখে কৃষ্ণ ভোমর হতে চেয়েছিলাম তার ভেজা কাঁপা দুটি ঠোট আমায় তৃষ্ণার্ত করেছিল তার কুসুম কোমল স্তনযুগল আমার পৌরুষকে জাগিয়ে দিয়েছিল সেই রমণী সেই কাঁপা ঠোট সুঢৌল নিতম্ব মনটা আমার দারুণ বিচলিত সেই রমনীর কথা ভেবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।