ইহিহিহি!!! বিকেলে কি রুমে বসে থাকতে ভাল লাগে কারো! বিশেষ করে আপনি যখন মায়াময় পাহাড় ঘেরা কোন জায়গায় থাকেন আমার ক্যাম্পাস্টা তেমনি।অদ্ভুত শান্ত আর নিরব। আমার প্রায় সময়ের হাঁটার সঙ্গী লোপা।কোন কোন দিন সনি আপু,আর কোনদিনই না মিলি,আমার খুব কাছের বন্ধু,কিন্তু এই অলস শ্রেষ্ঠকে আমি কখনোই হাঁটতে যাবার ব্যাপারে রাজি করাতে পারিনি। হল থেকে বের হয়ে কালভার্টের মোড় প্রথমে,তারপর ডানদিকে পা চালানো,শহীদ মিনার যেখানে বসে থাকা ছেলে মেয়ে ,তারা গল্প করতেই বসে কিন্তু সুন্দরী মেয়ে দেখলে হাঁ করে তাকিয়ে থাকা আর কমেন্ট করাকে নিজেদের দায়িত্ব মনে করে,এসব না শুনে হেঁটে যাওয়া নিজেদের মত,তবে লোপা প্রতিবাদী ,তার ও জবাব দেয়া চাই ক্যাম্পাসে একখানা দোলনা ব্রিজ আছে আমাদের জন্য,ওখানে গিয়ে দোল খেতেই হবে আমাদের। তারপর ওখান থেকে আবার কাঁটা পাহাড়ের দিকে যাত্রা।সূর্য ডোবার সময় হাঁটতে এত মজা লাগে,দু পাশে পাহাড় ,পশ্চিমে পালটে যাওয়া আকাশের রং.......... আর খাওয়ার জন্য বাদাম,জলপাইয়ের আচার....খেতে খেতে হাঁটা আর লম্বা ছেলে খোঁজা,হতাশ হওয়া আর গবেষণা শুরু করা,এত আকাল কেন লম্বা ছেলের,নিজেরা লম্বা হয়ে কি মহা মুসিবতেই না পড়ে গেলাম আর কি!হাঁটা শেষ,রুমে প্রবেশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।