যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। কুম্ভীর যবে উঠে আসে এ ডাঙায়,
অসহায় হোয়ে পড়ে ব্যাঘ্রের থাবায়।
ব্যাঘ্রমামা যবে নাবে নদীরও জলে,
লৌড়ের 'পরে থাকে ভয় কুম্ভীরচোয়ালে।
মৌয়াল যবে হাত দেয় মৌচাকে,
মৌমাছি আসে তেড়ে লাখে লাখে ঝাঁকে।
মস্তানের মস্তানি খাটে গলির চিপায়,
নবাবজাদারও সেথা বুক ধড়ফড়ায়।
সাংবাদিক যাচ্ছেতাই লিখে পত্রিকায়,
অপরের ভাবমূর্তির ১২টা বাজায়।
হাসপাতালে ডাঃই ঘোরাবে ছড়ি,
এ যেন তার ঠিক নিজেরই বাড়ি।
মস্তান আর সাংবাদিক হেথা পাত্তাও পায় না,
ডাঃভীতিতে ওড়ে প্রাণপঙ্খী ময়না।
চলে না সেথা তাদের মস্তানি স্বেচ্ছাচার,
ধোপা হোয়ে ধোলাইও যে দিতে পারে ডাক্তার।
মস্তানি স্বেচ্ছাচার কোর নিজ ঘরে,
ছাল যাবে পড়লে গদাম পিঠেরও পরে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।