আমাদের কথা খুঁজে নিন

   

আহা! বড়ই চুতিয়াবাদের দেশ এই বাংলাদেশ…

মেঘলা আকাশ, ঝড়ো বাতাস বইছে। লৌহযবনিকার ভেতর কিসের যেন ভয়ভয় রহস্য, চাপা উত্তেজনা। সবাই নেমে আসছে, সবার পিছে আসছে অস্থির প্রকৃতির দুর্দান্ত সাহসী এক যুবক। চেহারা বা পোশাকে-আশাকে তেমন কোন পরিচয় নেই, যেন অতি সাধারণ এক যুবক। আহা! বড়ই চুতিয়াবাদের দেশ এই বাংলাদেশ… ক্যান?? দেখো না?? আজ কারা মরসে?? গার্মেন্টস কর্মী।

২ টাকার মানুষগুলা। কোন বড় নেতা মরে নাই। তাইতো আজ সরকারের মন্ত্রীরা ছুটে গেছে। টিভি ক্যামেরার সামনে খাড়াইসে। বড় বড় লেকচার মারসে।

উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি করতেসে। খালি কইতেসে, বিচার হবে, বিচার হবে। তারপর কাম শেষ। গাড়িতে উইঠা চলে আসতেসে। হেহ! এত কথা কও ক্যান? তাগো বুঝি আর কুনো কাম কাজ নাই? নতুন রেল উদ্বোধন করতে হইবো, নতুন রাষ্ট্রপতিরে স্বাগতম জানাইতে হইবো, মিটিঙে অংশ নিতে হইবো, আরো কত কি।

লাশগুলা কি?!! এগুলার দাম তো মাত্র ২০ হাজার টাকা। ফিক্সড প্রাইস। নিলে নাও, না নিলে নাই। আর কুনো কথা হইবো না। আম্লীগ রক্স।

বিম্পি তো প্রথমে হরতাল তো তুলতেই পারতেসেনা। কয়েকটা পিপড়া মরসে। এই আর তেমন কি? পরে দিয়া কি মনে কইরা আবার খালি সাভার থেকে হরতাল উইড্রো করসে। যেন উদ্ধার কাজ খালি সাভারেই হবে, সাভারের বাইরে যাইতে হবে না। আবার সাংবাদিকের চাপে পইড়া পুরা হরতাল উইড্রো করসে।

তারপর প্রেস ব্রিফিং শেষ, সব হাওয়া। কি দরকার? দেশের মানুষের তো ধন্যবাদ পাইসে। বিম্পিও রক্স। এইবার হেফাজত। গত শুক্রবার হাটহাজারীতে খতমে ইউনুস, খতমে খাজে ও খতমে জালালী হইসিলো।

সফী সাহেব আল্লাহর কাছে আস্তিকদের বাঁচানোর প্রার্থনা করসেন। তাই আজ বিল্ডিং ভাঙসে। সব দোষ ঐ শালা নাস্তিকদের। হেফাজতে শিবির রক্স। এই হইলো বাংলাদেশের রাজনীতি আর চুতিয়াবাজী।

কি আর কমু? মুখ দিয়ে কথা আর হাত দিয়ে লেখা আসতেসেনা। বড়ই চুতিয়া এই দেশ। :@ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।