মধ্য রাতেও আমার শহর এমন নিঃস্তব্ধ থাকত না। রোদের আলো এখন লজ্জাহীন ভাবে দেখিয়ে দিচ্ছে ফেলে আসা আফগান অথবা আমেরিকান ধ্বংস চিহ্ন।প্রিয় দোকানে। প্রিয় রাস্তায়।প্রিয় ইশকুলে। মাছিদের সাথে আজ মানুষ মরতে মরতে ক্লান্ত। তাই মরছে গাছ-পালা।পশু-পাখি। হয়ত ঈশ্বর অথবা বিবেক। তবুও মরবে কি পালটে দেয়ার স্বপ্ন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।